তারকা পরিবারের সন্তানদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ একেবারেই নতুন কিছু নয়। জোলিপুত্র ম্যাডক্স আবারও আবির্ভূত হলেন অ্যাঞ্জেলিনা জোলির নতুন সিনেমা ‘বাই দ্য সি’তে। এই সিনেমায় তিনি কাজ করবেন একজন সহকারী হিসেবে।
অ্যাঞ্জেলিনা জোলি তার নতুন সিনেমা ‘বাই দ্য সি’তে ছেলে ম্যাডক্সকে সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন। দ্য মিরর এর সূত্রমতে, অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের বড় ছেলে কাজ করছেন এই সিনেমার একজন সহকারী হিসেবে।
এর আগে ১৩ বছর বয়সী ম্যাডক্সকে মায়ের সাথে সর্বশেষ দেখা গিয়েছিল ২০১৪ সালে সিডনিতে আনব্রোকেন সিনেমার সেটে।
উল্লেখ্য যে, মাল্টায় জোলি ও ব্র্যাড পিট অভিনীত নতুন সিনেমা ‘বাই দ্য সি’র শ্যুটিং চলছে।

0 comments: