Monday, 17 November 2014

আগামী সিনেমায় বিকিনিতে পর্দা কাঁপাবেন সানি লিওন (ছবিতে)


সানি লিওন মানেই এখন হট টপিকক্রমেই টিনসেল টাউনে জনপ্রিয় হয়ে উঠছেন এই পর্নস্টারপ্রথম থেকেই খোলামেলা সানিকেই দেখতে অভ্যস্ত সিনেপ্রেমীরা পুরুষ হৃদয়ে মায়া ছড়াতে বছর দুয়েক আগে হিন্দি ছবিতেও পা রেখেছেন লাস্যময়ী সানি লিওন
এবার হিন্দির পর তামিল ছবিতে খোলামেলা পোশাকে আসতে চলেছেন তিনিমিলাপ জাভেরি পরিচালিত ভাদাকারি সিনেমাটিতে একটি আইটেম নাম্বারের সঙ্গে কোমর দোলাতে দেখা যাবে তাঁকে
সম্প্রতি এই সিনেমার একটি গানের দৃশ্যের শুটিং হয়েছেযেখানে টু-পিস পরে থাইল্যান্ডের পাতায়া বিচে গাড়ি পরিষ্কার করতে দেখা যাবে সানিকেশুটিং শেষ হয়ে যাওয়ার পর বিকিনি পরে তাঁর গাড়ি পরিষ্কার করার ছবি নিজেই ট্যুইটারে পোস্ট করেন সানি

 

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: