Monday, 17 November 2014

পড়শীর নতুন চাওয়া


সঙ্গীতচর্চার পাশাপাশি অভিনয় করার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শী এ প্রসঙ্গে তিনি জানান, অভিনয় করা তার অন্যতম শখপছন্দসই চরিত্র পেলে নিয়মিত অভিনয় করতে রাজি আছেন তিনিশুধু চলচ্চিত্র নয়; নাটক-টেলিছবিতেও তার অভিনয়ের ইচ্ছা রয়েছে
কিছুদিন আগে পড়শী শামীম আহমেদ রনির 'মেন্টাল' ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক শাকিব খানএর পর পরই অভিনয়ের প্রতি তার আগ্রহ বেড়ে যায়পড়শী বলেন, সঙ্গীত সাধনার মতো অভিনয়ও সৃজনশীল কাজতাই সময়-সুযোগ সাপেক্ষে এ কাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকতে চান তিনি'মেন্টাল'র আগেও বেশ ক'টি নাটক ও ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন পড়শীকিন্তু তখন গান নিয়ে প্রচণ্ড ব্যস্ত ছিলেনতাই অভিনয় করতে পারেননি তাছাড়া 'মেন্টাল' ছবির চিত্রনাট্য তার দারুণ পছন্দ হয়েছেসেই সঙ্গে শাকিবের বিপরীতে অভিনয়ের সুযোগও হাতছাড়া করতে চাননি তিনি
জানা গেছে, 'মেন্টাল' ছবিতে পড়শীকে একজন গায়িকার ভূমিকায় দেখা যাবেতার প্রেমে পাগল থাকবেন শাকিব খানএছাড়া এ ছবিতে আরো অভিনয় করবেন মডেল-অভিনেত্রী তিশা, অাঁচল, কাবিলা, মিশা সওদাগর প্রমুখডিসেম্বরের প্রথম সপ্তাহে এ ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছেবর্তমানে পড়শী স্টেজ শো ও প্লেব্যাক নিয়ে ব্যস্ত রয়েছেনকিছুদিন আগে তিনি 'টার্গেট' 'গোল্লাছুট' ছবির গানে কণ্ঠ দিয়েছেনএছাড়া তার হাতে আরো কয়েকটি ছবিতে গান গাওয়ার প্রস্তাব রয়েছেস্টেজ শো ও প্লেব্যাকের পাশাপাশি পড়শী তার চতুর্থ একক অ্যালবামের কাজও এগিয়ে নিচ্ছেন
সম্প্রতি ইমরান মাহমুদুল হকের সঙ্গীতায়োজনে দেশাত্মবোধক গান 'জয় হবেই হবে'তে কণ্ঠ দিয়েছেন তিনিগানটির মিউজিক ভিডিও নির্মাণেরও কথা রয়েছে তাছাড়া পড়শী তার চতুর্থ অ্যালবামে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ অভিনীত ছবির একটি গান রাখবেন বলে জানিয়েছেনএর আগে একটি টিভি অনুষ্ঠানে সালমান শাহ অভিনীত ছবিগুলো থেকে বেশ কয়েকটি গান পরিবেশন করেছেন পড়শী
চতুর্থ অ্যালবামটি কবে মুক্তি পাচ্ছে? এ প্রশ্নের উত্তরে পড়শী বলেন, 'ভক্ত-শ্রোতাদের আমি মানসম্পন্ন একটি অ্যালবাম উপহার দিতে চাইতাই একটু সময় নিয়ে কাজটি করছিএ বছরের মধ্যে এর কাজ অনেকটা গুছিয়ে নেবআগামী বছরের শুরুতে অ্যালবামটি প্রকাশের ইচ্ছা রয়েছে'
পড়শীর প্রথম একক অ্যালবাম 'পড়শী'অ্যালবামটি ২০১০ সালে প্রকাশিত হয় এরপর ২০১২ সালে 'পড়শী-টু' এবং ২০১৩ সালে 'পড়শী-থ্রি' অ্যালবাম দুটি প্রকাশিত হয়েছেপ্রতিটি অ্যালবাম নিয়েই দারুণ সাড়া পেয়েছেন তিনি

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: