Monday, 17 November 2014

মিলন-মমর ‘প্রেম করবো তোমার সাথে’


রাকিবুল আলম রাকিব পরিচালিত প্রেম করবো তোমার সাথেছবির মাধ্যমে বড় পর্দায় আসছেন আনিসুর রহমান মিলন ও মমআগামী ৫ ডিসেম্বর ছবিটি মুক্তি পেতে যাচ্ছে
এদিকে চলতি মাসেই মিলন অভিনীত অনেক সাধের ময়নাছবিটি মুক্তি পেয়েছে ছবিতে চিত্রনায়ক হিসেবে মিলনের অভিনয় দারুণ প্রশংসিত হয়েছেছবিতে মনা চরিত্রে মিলনের অভিনয় দর্শকদের অশ্রুসিক্ত করেছে
প্রেম করবো তোমার সাথেছবিটি প্রসঙ্গে মিলন বললেন, ‘আমি সবসময় ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করার চেষ্টা করিদর্শকদের সবসময়ই নতুন কিছু উপহার দেবার ইচ্ছে থাকেএবারও তাই চেষ্টা করেছিছবিটিতে আমি একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছিপ্রেম, অ্যাকশন ও রোমান্স সবই রয়েছে ছবিটিতেদর্শকরা ছবিটি উপভোগ করবেন বলে আমার বিশ্বাস
এ প্রসঙ্গে ছবিটির নায়িকা মম বলেন, ‘ছবির গানগুলো ভালো লেগেছেএই ছবিটির মাধ্যমে নিজেকে মেলে ধরার চেষ্টা করেছিদর্শকদের ছবিটি ভালো লাগলেই আমাদের সব পরিশ্রম সার্থক হবে
ছবিটিতে গান রয়েছে মোট ছয়টিগানগুলোতে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, মনির খান, রুপম, আরফিন রুমি, রাজীব, কিশোর, নাওমি, টিনা ও মুন

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: