রাকিবুল আলম রাকিব পরিচালিত ‘প্রেম করবো তোমার সাথে’ ছবির মাধ্যমে বড় পর্দায় আসছেন আনিসুর রহমান মিলন ও মম। আগামী ৫ ডিসেম্বর ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।
এদিকে চলতি মাসেই মিলন অভিনীত ‘অনেক সাধের ময়না’ ছবিটি মুক্তি পেয়েছে। ছবিতে চিত্রনায়ক হিসেবে মিলনের অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে। ছবিতে মনা চরিত্রে মিলনের অভিনয় দর্শকদের অশ্রুসিক্ত করেছে।
‘প্রেম করবো তোমার সাথে’ ছবিটি প্রসঙ্গে মিলন বললেন, ‘আমি সবসময় ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করার চেষ্টা করি। দর্শকদের সবসময়ই নতুন কিছু উপহার দেবার ইচ্ছে থাকে। এবারও তাই চেষ্টা করেছি। ছবিটিতে আমি একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছি। প্রেম, অ্যাকশন ও রোমান্স সবই রয়েছে ছবিটিতে। দর্শকরা ছবিটি উপভোগ করবেন বলে আমার বিশ্বাস।‘
এ প্রসঙ্গে ছবিটির নায়িকা মম বলেন, ‘ছবির গানগুলো ভালো লেগেছে। এই ছবিটির মাধ্যমে নিজেকে মেলে ধরার চেষ্টা করেছি। দর্শকদের ছবিটি ভালো লাগলেই আমাদের সব পরিশ্রম সার্থক হবে।‘
ছবিটিতে গান রয়েছে মোট ছয়টি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, মনির খান, রুপম, আরফিন রুমি, রাজীব, কিশোর, নাওমি, টিনা ও মুন।

0 comments: