প্রচ্ছদের ছবিটি দেখেই
নিশ্চয়ই চোখ জুড়িয়ে যাচ্ছে? যাবারই কথা। বলিউডের একসময়ের বন্ধু
যখন শত্রুতে পরিণত হয় তখন ছোট এক বোনের বিয়ে সেই চিরশত্রুদের একসাথে করতে পারলে কার না ভালো লাগে বলুন।
তবে খবরে পরিণত হয় তখনই যখন সালমান এবং শাহরুখ একইসাথে অর্পিতার কপালে আদরে ভরা চুমু এঁকে দেন। আর এ দৃশ্য ফ্রেমবন্দিও করা হয়েছে। এমনকি অর্পিতা সেই ছবি ছবি ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন। ছবিটি ইন্টারনেটে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে।

0 comments: