Tuesday, 18 November 2014

দেখুন অর্পিতার কপালে চুমু এঁকে দিচ্ছেন সালমান-শাহরুখ


প্রচ্ছদের ছবিটি দেখেই নিশ্চয়ই চোখ জুড়িয়ে যাচ্ছে? যাবারই কথাবলিউডের একসময়ের বন্ধু যখন শত্রুতে পরিণত হয় তখন ছোট এক বোনের বিয়ে সেই চিরশত্রুদের একসাথে করতে পারলে কার না ভালো লাগে বলুন

হ্যাঁ,সালমানের ছোটবোন অর্পিতার বিয়েতে শাহরুখের উপস্থিতি নিয়ে বলিউডে জল্পনা কল্পনার শেষ ছিল নাতবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সালমানের বোনের সঙ্গীত অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় শাহরুখ খানকে
তবে খবরে পরিণত হয় তখনই যখন সালমান এবং শাহরুখ একইসাথে অর্পিতার কপালে আদরে ভরা চুমু এঁকে দেনআর এ দৃশ্য ফ্রেমবন্দিও করা হয়েছে এমনকি অর্পিতা সেই ছবি ছবি ইনস্টাগ্রামে শেয়ারও করেছেনছবিটি ইন্টারনেটে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: