Tuesday, 18 November 2014

ব্যস্ত দিয়ার হানিমুনে যাবার সময় নেই !


বিয়ের পর হানিমুন যেন অবশ্য করণীয় একটি বিষয় হয়ে দাঁড়ায়কিন্তু অভিনেত্রী দিয়া মির্জার হানিমুনে যাওয়া হয়ে ওঠেনি এখনওগত মাসে দিয়া মির্জা তার দীর্ঘ দিনের বন্ধু সাহিল সাংঘার সাথে গাঁটছড়া বাঁধেন
বলিউড অভিনেত্রী দিয়া মির্জা জানান, তিনি এবং সাহিল এতো বেশি ব্যস্ত যে তারা এখনও হানিমুনে যেতে পারেননিতারা দুইজন শুধু জীবনসঙ্গীই নন, তারা দুই জন আবার একই সাথে ব্যবসায়িক পার্টনারবর্ন ফ্রি এন্টারটেইনমেন্ট নামে তাদের দুইজনের একটি প্রোডাকশন হাউস আছে যা ২০১১ সালে শুরু হয় এবং এই প্রোডাকশন হাউস থেকে দুইটি সিনেমা ইতোমধ্যে প্রযোজিত হয়েছেসিনেমা দুইটি হল, লাভ ব্রেক আপ জিন্দেগি এবং ববি জাসুস
দিয়া বলেন, তিনি এটা খুব ভালো ভাবেই বুঝতে পারছেন, বিয়ের পর তাদের দুইজনেরই একটা বিরতি নেয়া উচিততবে তারা একইসাথে তাদের কাজও উপভোগ করছেন, তাই এখন পর্যন্ত হানিমুনে না যাওয়াটা তিনি নেতিবাচক ভাবে দেখছেন নাতিনি আরও বলেন, শিঘ্রই তারা কোথাও ছুটি কাটাতে যাচ্ছেন না
অভিনেত্রী দিয়া মির্জা জানান তিনি বিয়ে পরবর্তী সময়গুলো খুব আনন্দেরর সাথেই উপভোগ করছেন এবং বিয়ের কারণে তার জীবনে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোন পরিবর্তন আসে নি


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: