বলিউড তারকা অজয় দেবগনকে কেউই কখনও হ্যাট পরা অবস্থায় দেখেননি। আর এর কারণও একটাই, তা হল তিনি এর আগে কখনও কোন সিনেমায় হ্যাট পড়েননি। তবে আগে কোন সিনেমায় হ্যাট না পড়লেও এবার কিন্তু তাকে হ্যাট পরতেই হল।
বলিউড তারকা অজয় দেবগনকে তার নতুন সিনেমা অ্যাকশন জ্যাকসনে হ্যাট পরা অবস্থায় দেখা গিয়েছে। ‘অ্যাকশন জ্যাক সন’সিনেমার পরিচালক প্রভু দেবা অজয়কে শুধু যে হ্যাট পরিয়েছেন তা নয়, তিনি যে ধরণের হ্যাট পড়েন, ঠিক তেমনই একটা হ্যাট অজয়কে পরিয়েছেন। ব্যাপারটি কোন কাকতালীয় ঘটনা হতে পারে না, আর সে কারণেই প্রভু দেবার সাথে এই ব্যাপারে কথা বলা হয়েছিল।
প্রভু দেবার সাথে কথা বলে জানা যায়, তারা যখন অস্ট্রিয়াতে একটি গানের শুটিং করছিলেন, তখন তিনি ড্রেস ডিজাইনারকে বলেন, অজয়ের জন্য একটি হ্যাট কিনে আনতে। অজয়ের জন্য প্রথমে একটি কালো রঙের হ্যাট আনা হলেও হ্যাটটি সোনাক্ষি সিনহার দারুণ ভালো লেগে যায় এবং তিনি সেটা নিয়ে নেন। তখন প্রভু দেবা ঠিক যে ধরণের হ্যাট পড়েন তেমনই আরেকটি হ্যাট আনতে পাঠান এবং সেই হ্যাটটিতেই অজয়কে দেখা যায়।

0 comments: