Thursday, 31 July 2014

‘হেট স্টোরি টু’ ছবি যুব সমাজের ওপর খারাপ প্রভাব ফেলছে?


গত শুক্রবারই মুক্তি পেয়েছে বলিউডের বিতর্কিত ছবি হেট স্টোরি টুমুক্তির তিন দিনের মাথায় ফের বিতর্কের মুখে এই ছবিকর্ণাটকে এই ছবি বন্ধ করার দাবি উঠেছেসোমবার কর্ণাটক বিধানসভার এক জেডিএস বিধায়ক ওয়াইএসভি দাত্তা এই দাবি জানিয়েছেন
তার বক্তব্য এই ধরনের ছবি যুব সমাজের ওপর খারাপ প্রভাব ফেলছে এবং এর ফলে যুব সমাজে ধর্ষণের মতো অপরাধ করার প্রবণতা বৃদ্ধি পাবেকর্ণাটকের রাজ্যের গৃহমন্ত্রী কে জে জর্জ পুলিশকে এই ফিল্মটি পরীক্ষা করে এই সম্পর্কে এক রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন
এই ছবি মুক্তির আগেও ছবির বেশ কিছু দৃশ্যের বিরুদ্ধে আপত্তি জানিয়েছিল ভারতীয় সেন্সর বোর্ডএ ছাড়াও ছবি মুক্তির আগে ছবির ট্রেলার ও গানের দৃশ্যের কিছু অংশেও কাটছাঁট করতে বাধ্য হয়েছিলেন ছবির পরিচালক প্রযোজক
কর্ণাটকের গৃহমন্ত্রী জানিয়েছেন, 'আমি পুলিশ কমিশনার রাঘবেন্দ্র ঔরাজকরকে এই ছবির দৃশ্য খতিয়ে দেখতে বলেছিরিপোর্টের ভিত্তিতেই পদক্ষেপ নেওয়া হবে' এই ছবিতে মুখ্য ভূমুকায় রয়েছেন সুরভিন চাওলা, জয় ভানুশালি ও সুশান্ত সিং

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: