Sunday, 27 July 2014

কেন সানি এসেছিলেন পর্ণ সিনেমায়? কীভাবে আগমন বলিউডে?


পর্ণ ছবির তারকা তিনিখুব বেশিদিন হয়নি পা রেখেছেন বলিউডেকিন্তু বলিউডেও হট ও হিট এই তারকানামটা আশা করি বলে দিতে হবে নাহ্যাঁ তিনি বেবি ডল সানি লিওনকীভাবে পা রাখা পর্ণ ছবির দুনিয়ায়? কীভাবে নীল দুনিয়া থেকে বেরিয়ে এসে পা জমালেন বলিউডে? সানির গল্পটা জানালেন সানি নিজের মুখেই
সাধারণত, পর্ণ ছবির জগত এমন একটি জায়গা যেখানে জোর করে কাউকে নিয়ে যাওয়া হয়ভাগ্যের ফেরে বা পরিস্থিতির চাপে পর্ণ দুনিয়ায় ঢুকতে বাধ্য হন বহু তরুণীতবে কি সানির ক্ষেত্রেও তাই ঘটেছিল? নাকি স্বেচ্ছায় এসেছিলেন তিনি? এখনো কি পর্ণ ছবির সেই অশ্লীল দুনিয়াকে ভালোবাসেন সানি?
সানির ক্ষেত্রে কিন্তু বিষয়টা একদমই আলাদাকারোর চাপে নয়, নিজের ইচ্ছাতেই পর্ণ দুনিয়ায় পা রেখেছিলেন সানিআর তার জন্য কোনও আক্ষেপও তাঁর নেই
সম্প্রতি নিজের বাসনার কথা জানিয়ে সবাইকে আরও একবার চমকে দিলেন সানি জানালেন, নিজের একটি পর্ণ বিনোদনের প্রযোজনা সংস্থা খুলতে চান তিনি। "আমি আমার নিজস্ব প্রযোজনা সংস্থা খুলতে চাই যাতে নিজের ও অন্যদের চিত্রনাট্য নিয়ে পরিচালনা, প্রযোজনা করতে পারিব্যবসায়িক দিক থেকে ভাবলে এই প্রকল্পটি অত্যন্ত যুক্তিযুক্ত।"
পর্ণ ছবির জগত যদি এতই পছন্দ হয়, তাহলে ছেড়ে বেরিয়ে এলেন কেন? প্রশ্নের উত্তরে সানি জানিয়েছেন ২০১১ সালে একটি গুগল সার্চ তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছেগুগল ঘাটতে ঘাটতে হঠাৎই তিনি দেখতে পান বিগ বস-এর মুম্বইয়ের প্রোডাকশন দল নীল ছবির অভিনেত্রী খুঁজছেন প্রতিযোগী হিসাবে। "সেটা আমার কাছে একটা স্বর্ণালী সুযোগ ছিলআমি ও আমার স্বামী ওরফে ম্যানেজার ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিলাম বিনোদনের বাজার ধরতে গেলে বিগ বস একটা ভাল প্ল্যাটফর্ম হতে পারেব্যস চলে এলাম।" হাসতে হাসতে জানালেন সানি
তবে এখন বেরিয়ে যখন এসেছেন পিছনে আর ফিরে তাকাতে চান না বলে জানালেন সানিবলিউডকেই পাখির চোখ করে এগোতে চান তিনি


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: