Saturday, 2 August 2014

লন্ডনে ভক্তকে খুশি করে দিলেন ঐশ্বরিয়া


লন্ডনে গেলেন ঐশ্বরিয়া রাই বচ্চনএ আর এমন কী! যে কেউ এখন ছুটি কাটাতে লন্ডনে যেতে পারেনসাবেক এই বিশ্বসুন্দরীর মতো তারকাদের ধনসম্পত্তি যে অঢেল তা আন্দাজ করাই যায়

লন্ডনে অন্যান্য কাজের ফাঁকে অক্সফোর্ড স্ট্রিটে চুটিয়ে কেনাকাটা করছিলেন অ্যাশ তখনই এক মহিলা এসে সেলফি তোলার বায়না ধরেন তার কাছে৪১ বছর বয়সী এই অভিনেত্রীর মেজাজ বোধহয় ভালো ছিলো! সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছিলেন তিনি

লন্ডন শহরবাসী ভক্তের সঙ্গে তার সেলফি তোলার খবর চমকে দিয়েছে অনেককে

আগামী বুধবার স্কটল্যান্ডের গ্লাসগোয় যাবেন ঐশ্বরিয়াকমনওয়েলথ গেমসে একটি ঘড়ির ব্র্যান্ডের মডেল হিসেবে অংশ নেবেন তিনি


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: