বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া অনেকদিন থেকেই ভার্সোভাতে একটি বাংলো কেনার চেষ্টা করছেন। কিন্তু অবস্থা দেখে মনে হচ্ছে তাকে আরও বেশ কিছুদিন তার এই স্বপ্নের বাংলোটি কেনার জন্য প্রহর গুনতে হবে।
মিডডে'তে প্রকাশিত এক তথ্য থেকে জানা যায়, বাংলো বিক্রেতা যে দামে বাংলোটি বিক্রির সিদ্ধান্ত নিয়ে প্রিয়াংকার সাথে একটি চুক্তি সম্পাদন করেছিল, তারা এখন আর সেই দামে বাংলোটি বিক্রি করতে চাচ্ছে না। আরও জানা গেছে, বাংলোটিতে ১৫ টি বেডরুম রয়েছে এবং বাংলোটির আনুমানিক মূল্য ১০০ কোটি রুপি।
উল্লেখ্য, ফ্যাশন সিনেমায় অভিনয় করে এই অভিনেত্রী জাতীয় পুরস্কার অর্জন করেন। এবং কিছুদিন আগে মুক্তি পাওয়া ‘ম্যারি কম’ সিনেমাতেও তিনি আবার তার অনবদ্য অভিনয়ের প্রমাণ রাখেন।

0 comments: