Wednesday, 19 November 2014

এবার দ্বৈত চরিত্রে জ্যাকলিন ফার্নান্দেজ!


জ্যাকলিন ফার্নান্দেজের বাম্পার হিট সিনেমা কিকআমূল পরিবর্তন এনে দিয়েছে জ্যাকলিনের জীবনেএই সিনেমায় তিনি বলিউড তারকা সালমান খানের বিপরীতে অভিনয় করেছিলেন
জ্যাকলিনকে তার পরের সিনেমা রয়তে দ্বৈত চরিত্রে দেখা যাবেদ্বৈত চরিত্রের একটিতে তাকে চলচ্চিত্র পরিচালক এবং অন্যটিতে একজন শিল্পানুরাগী হিসেবে দেখা যাবেদ্বৈত চরিত্রের বিপরীতে তার দুই অভিনেতাদের একজন অর্জুন রামপাল এবং অন্যজন রণবীর কাপুর
এক সূত্র থেকে জানা গেছে, এই দুই চরিত্র অনুযায়ী জ্যাকলিনকে ভিন্ন দুই লুকে দেখা যাবেযার মধ্যে একটি চরিত্র হল শিল্পানুরাগী টিয়া, যাকে রণবীর ভালবাসে আরেকটি চরিত্রের নাম আয়েশা, যিনি সিনেমা পরিচালকযার হাতে থাকবে ব্যান্ড, ব্রেসলেটএমনকি তার কব্জিতে ও ঘাড়ে ট্যাটুও দেখা যাবেএই দুটি চরিত্রে একইসাথে জ্যাকলিনকে ক্যাজুয়াল এবং সফেস্টিকেটেড রুপে দেখা যাবে
প্রযোজক ভূষণ কুমার নিশ্চিত করেছেন, জ্যাকলিন দ্বৈত চরিত্রে অভিনয় করছেন এবং এই চরিত্র দুইটি একেবারেই ভিন্নধর্মী
উল্লেখ্য, এবারই প্রথমবারের মতো জ্যাকলিন এবং রণবীর একে অপরের বিপরীতে অভিনয় করতে চলেছেনভিকরাম জিৎ পরিচালিত রয় সিনেমাটি ২০১৫ সালের ১৩ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: