Thursday, 20 November 2014

প্রীতির গোপন বিয়ে নিয়ে পুরো বলিউডে তোলপাড়!


শিরোনাম পড়ে ভাবছেন, তবে কি কাউকে না জানিয়েই শুভ কাজটা সেরে ফেললেন প্রীতি জিনতা? ভারতের একটি সংবাদপত্র অবশ্য সে কথাই বলছে! ভারতীয় দৈনিকটি জানিয়েছে, সপ্তাহখানেক আগে প্রীতির আঙুলে নতুন বিয়ের আংটি দেখা গেছেব্যস এখান থেকেই শুরু হয় গুঞ্জন
শুধু তাই নয়, প্রীতির নিকটজনদের অনেকেই নাকি তাতে সায় দিয়েছেনতাদের বরাত দিয়ে পত্রিকাটি লিখেছে, বেশ গোপনীয়ভাবেই শুভ কাজটি সেরে ফেলেছেন প্রীতি জিনতাবিয়েতে নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন প্রীতির আত্মীয়-স্বজন ও বন্ধু বান্ধবতবে কাকে বিয়ে করেছে সে বিষয়ে কিন্তু বিস্তারিত লেখেনি পত্রিকাটি
তবে পত্রিকাটি দাবী করেছে খুব শিগগিরই নাকি বিয়ের ঘোষণা জানাতে যাচ্ছেন এই দম্পতিএ বিষয়ে প্রীতির কাছে জানতে চাওয়া হলেও মুখ খোলেননি কিংস ইলেভেন পাঞ্জাবের এই অন্যতম মালিকতবে বরাবরই স্পষ্টভাষী হিসেবে পরিচিত প্রীতি জিনতা কেন লুকিয়ে লুকিয়ে বিয়ে করতে যাবেন তা অনেকেরই বোধগম্য নয়
এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও বেশ তোলপাড় চলছেতবে যাকে নিয়ে এতো কথা সেই প্রীতি কিন্তু চুপ! এখন কেবল সময়ই বলে দিবে প্রকৃতপক্ষেই কি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন প্রীতি? নাকি এটিও কেবলই গুজব


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: