Sunday, 2 November 2014

নিজের অতীত স্ক্যান্ডাল ঢাকতেই বিন্দুর এত আয়োজন?


অভিনেত্রী আফসানা আরা বিন্দু পর্দায় যতই জনপ্রিয় হোন না কেন দর্শকের কাছে, পর্দার বাইরে কিন্তু ঠিক ততটাই সমালোচিত ও বিতর্কিতঅভিনয় জীবনে প্রেমঘটিত অসংখ্য স্ক্যান্ডালের সাথে জড়িয়েছেন তিনিবিদেশের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে নানা অপকর্ম করে সমালোচনার জন্ম দিয়েছেন তিনিঢাকাতেও বিভিন্ন পার্টি ও সীসা লাউঞ্জে তাঁকে দেখা যেত বেসামাল অবস্থায়, নানান পুরুষদের সাথেবাজারে তাই এখন জোর গুঞ্জন, নিজের অতীত অপকর্ম চাপা দিতেই এত আয়োজন করছেন বিন্দু বলছেন বিন্দুর ঘনিষ্ঠ জনেরাই!
সম্প্রতি আসিফ এস মালিক নামের এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন বিন্দুএ বিয়ে নিয়ে মিডিয়াতে অনেক গুঞ্জন ছিলদীর্ঘ ৯ মাস অভিনয় থেকে দূরে ছিলেন বিয়ের প্রস্তুতি নিয়েতবে বিয়ের পরও বিন্দুকে নিয়ে গুঞ্জন পিছু ছাড়ছে না
অনেকেই বলাবলি করছেন, শুধু শ্বশুরবাড়ির লোকজন ও স্বামীকে সন্তুষ্ট করতে অভিনয় থেকে দূরে ছিলেন না বিন্দুবরং নিজের ব্যক্তিগত জীবনের অপকর্মের কারণে মিডিয়া থেকে প্রায় ছিটকে পড়েছিলেনএসব ঢাকতেই স্বেচ্ছায় অভিনয় ছেড়ে নির্বাসিত জীবন বেছে নিয়েছিলেন তিনিআরও বড় একটা কারণ যে কাজ পাওয়াও কমে গিয়েছিল তারবর্তমান শ্বশুরবাড়ির লোকজন ও স্বামীর কাছে নিজেকে ভালো প্রমাণ করার জন্যই নাকি তার এই স্বেচ্ছা নির্বাসন- এমনটাই মন্তব্য করেছেন বিন্দুর ঘনিষ্ঠরা
এরই মধ্যে বিয়ের পর মিডিয়ায় আর কোনো কাজ করবেন না বলে ঘোষণাও দিয়েছেন তিনিএ ঘোষণা নিয়েও কানাঘুষা চলছেগুঞ্জন রয়েছে, বিন্দু কাজ করতে চান কিন্তু শ্বশুরবাড়ির লোকজনের বাধা এবং নির্মাতাদের অনাগ্রহের কারণে নতুন কাজে সুযোগ পাবেন না বলেই বিন্দু নির্বাসনের ঘোষণা

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: