ঋতুপর্ণা সেনগুপ্ত হাজির হচ্ছেন 'পতি পরমেশ্বর' সিনেমাটি নিয়ে।আর এই সিনেমাটি মুক্তি পাওয়ার আগেই পোস্টারটি কলকাতা সিনেমা পাড়ায় আলোচনা- সমালোচনার ঝড় তুলতে সক্ষম হয়েছে। শুধু তাই নয় সমাচলোকদের কাজ সমালোচনা হলেও এবার খোদ ঋতুপর্ণার ভক্তদের আক্কেল গুড়ুম হবার উপক্রম। তবে এমন কী বা ছিল সেই পোস্টারে?
ঋতুপর্ণা সেনগুপ্তর নতুন সিনেমার পোস্টারে ছেয়ে গিয়েছে কলকাতা শহরের দেয়াল। পোস্টারের হলুদ রংয়ের ব্যাকগ্রাউন্ডে বধু বেশে ঋতুপর্ণা আর বরের বেশে কোন সুদর্শন নায়ক নয় বরং মাথায় টোপর পরা একটি কুকুরকেই দেখা যাচ্ছে। তবে কি সিনেমায় ঋতুপর্ণার স্বামী এই কুকুরটি? সিনেমার নাম 'পতি পরমেশ্বর' যেমন লেখা আছে। আর বলা আছে সপরিবারে নিমন্ত্রণ রক্ষা করতে আসার কথা।

0 comments: