তিনি বাদশা
বলিউডের, কিং খান দর্শকের হৃদয়ের। আর
তাই তো এই ৪৯ বছর বয়সেও ক্রমশ বাড়ছে তাঁর
জনপ্রিয়তা। প্রতিদিনই
যেন আরও বেশী দর্শকের প্রিয় হয়ে উঠছেন তিনি। হ্যাঁ, তিনি আর কেউ
নন, বলিউডের সেই সুপারস্টার শাহরুখ খান, যিনি কিনা পৃথিবী জুড়েই দারুণ জনপ্রিয়। আজ জন্মদিন এই বলিউড সুপারস্টারের এবং
প্রতি
জন্মদিনেই ভক্তদের অফুরান ভালোবাসায় সিক্ত হন তিনি, নানান ঘটনায় আবেগী হয়ে যান। আজ
আপনাদের জন্য রইলো শাহরুখের জন্মদিনের এক্সক্লুসিভ কিছু ছবি। এসব ছবিতে দেখতে পাবেন ভক্তদের
ভালোবাসার নানান উদাহরণ থেকে শুরু করে জন্মদিনে
রাত ১২ টা ১ মিনিটে শাহরুখের শুভেচ্ছা গ্রহনের মুহূর্তটিও।






0 comments: