অতীত যে কখনোই
পিছু ছাড়ে না সেটা দীপিকার বেলায় আরও একবার প্রমাণিত হল। তিনি এখন বলিউডের
সেরা অভিনেত্রীদের একজন। কিন্তু
এই দীপিকাকেও বলিউডে নিজের স্থান করে
নিতে কম ঝক্কি পোহাতে হয়নি। বলিউডে
অভিষেক হওয়ার আগে মডেলিং করতেন দীপিকা। আর সেই সময়ের কিছু ছবি প্রকাশ পাওয়ার পর
থেকেই দীপিকাকে নানা প্রশ্নের
সম্মুখীন হতে হচ্ছে।




0 comments: