Monday, 3 November 2014

সমকামিতাকে সমর্থন করায় আমিরকে ক্ষমা চাইতে হবে?


আধুনিক বিশ্বায়নের যুগে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে বেশ আগে থেকেই সমকামিতাকে সমর্থন করে এলেও ভারতে বেশ কিছুদিন আগে একে সমর্থন দেয়া হয়কিন্তু পরে তা নাকচও করে দেয় ভারতীয় আদালতকাজেই বর্তমানে সমকামিতাকে ভারতে অপরাধ হিসেবেই গণ্য করা হয়কিন্তু এদিকে বিখ্যাত টিভি শো সত্যমেভ জয়তের সেটে সমকামিতাকে সমর্থন করেছিলেন আমির খান
প্রকাশ্যে এমন অপরাধকে সমর্থন করায় আমিরকে আইনি নোটিশ পাঠান আইনজীবী মনদীপ কৌরএরপরেই আমির খানকে একটি নোটিশ পাঠিয়ে আগামী ১৯ ডিসেম্বরের মধ্যে এই বিষয়ক জবাব চেয়ে পাঠিয়েছে চন্ডীগড়ের একটি আদালতআইনজীবী মনদীপের বক্তব্য ছিল, ভারতীয় আইনবিধিকে আপমান করেছেন আমিরটেলি শোয়ের মাধ্যমে আইন বিরুদ্ধ সমকামিতাকে সমর্থন করে তিনি হিংসা ছড়াচ্ছেন
গত ১৯ অক্টোবর এক বেসরকারি চ্যানেলে প্রচারিত হয় সত্যমেব জয়তের এই বিতর্কিত এপিসোডটি এই অনুষ্ঠানেই আমির প্রকাশ্যে সমকামিতা সমর্থন করেন এবং সাধারণ মানুষ সমকামিতাকে সমর্থন করেন কিনা সে বিষয়ে মতামতই জানতে চান তিনিকিন্তু ভারতীয় দন্ডবিধি অনুযায়ী সমকামিতা অপরাধ
মনদীপ জানান, আমির খান টিভি শোয়ের মাধ্যমে অপরাধকে উৎসাহ দিয়েছেতিনি আরও জানান, ঘটনার পরেই তিনি আমিরকে আইনী নোটিশ পাঠিয়ে ২৪ ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে বলেছিলেনকিন্তু তিনি আমিরের তরফ থেকে কোনও উত্তর পাননি

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: