আধুনিক বিশ্বায়নের যুগে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে বেশ আগে থেকেই সমকামিতাকে সমর্থন করে এলেও ভারতে বেশ কিছুদিন আগে একে সমর্থন দেয়া হয়। কিন্তু পরে তা নাকচও করে দেয় ভারতীয় আদালত। কাজেই বর্তমানে সমকামিতাকে ভারতে অপরাধ হিসেবেই গণ্য করা হয়। কিন্তু এদিকে বিখ্যাত টিভি শো ‘সত্যমেভ জয়তে’র সেটে সমকামিতাকে সমর্থন করেছিলেন আমির খান।
প্রকাশ্যে এমন অপরাধকে সমর্থন করায় আমিরকে আইনি নোটিশ পাঠান আইনজীবী মনদীপ কৌর। এরপরেই আমির খানকে একটি নোটিশ পাঠিয়ে আগামী ১৯ ডিসেম্বরের মধ্যে এই বিষয়ক জবাব চেয়ে পাঠিয়েছে চন্ডীগড়ের একটি আদালত। আইনজীবী মনদীপের বক্তব্য ছিল, ভারতীয় আইনবিধিকে আপমান করেছেন আমির। টেলি শোয়ের মাধ্যমে আইন বিরুদ্ধ সমকামিতাকে সমর্থন করে তিনি হিংসা ছড়াচ্ছেন।
গত ১৯ অক্টোবর এক বেসরকারি চ্যানেলে প্রচারিত হয় সত্যমেব জয়তের এই বিতর্কিত এপিসোডটি। এই অনুষ্ঠানেই আমির প্রকাশ্যে সমকামিতা সমর্থন করেন এবং সাধারণ মানুষ সমকামিতাকে সমর্থন করেন কিনা সে বিষয়ে মতামতই জানতে চান তিনি। কিন্তু ভারতীয় দন্ডবিধি অনুযায়ী সমকামিতা অপরাধ।
মনদীপ জানান, আমির খান টিভি শোয়ের মাধ্যমে অপরাধকে উৎসাহ দিয়েছে। তিনি আরও জানান, ঘটনার পরেই তিনি আমিরকে আইনী নোটিশ পাঠিয়ে ২৪ ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে বলেছিলেন। কিন্তু তিনি আমিরের তরফ থেকে কোনও উত্তর পাননি।

0 comments: