Tuesday, 4 November 2014

বলিউডে খান-সাম্রাজ্য


বলিউড এখন আর ভারতীয় উপমহাদেশের মধ্যে সীমাবদ্ধ নেইএশিয়া অঞ্চল ছেড়ে ক্রমশ পাশ্চাত্যে পসার গাড়তে বসা বলিউডি ছবির কদর দিন দিন বাড়ছেহলিউডি ছবির দাপটকে অনেকাংশেই থামিয়ে দিয়েছে বলিউডতবে বিশ্বের কোনো দেশের চলচ্চিত্রেই কখনো নারীদের প্রাধান্য ছিল না, এখনো নেইহলিউড, বলিউড যেখানকার চলচ্চিত্রের কথাই বলা হোক না কেন, সেখানেই হিরোদের নিয়ে নাচানাচি দর্শক সব সময়ই ছবির নায়কের বীরত্ব দেখতে পছন্দ করে
আর নারীকে চায় কোমল রূপে, উৎসাহদাত্রী প্রেমিকা হিসেবেতারই ধারাবাহিকতায় বলিউডে যুগের পর যুগ শাসন করে আসছেন নায়করানিকট অতীত থেকে হিসাব করলে বলা চলে খানদের কথাআর খানরা বললেও পরিষ্কার করে বলা হয় না, বলতে হয় খানত্রয়শাহরুখ, সালমান ও আমির এই তিন খান মিলেই প্রায় দুই দশক ধরে বলিউড শাসন করছেন শক্ত হাতে
খানদের শুরু এবং
সালমান খান ও আমির খান বলিউডে পা রেখেছেন উত্তরাধিকার সূত্রেতাদের রক্তে অভিনয়ের ধারাআর শাহরুখ খানকে বলিউডে ঢোকার টিকিট পেতে বিস্তর ঘাম ঝরাতে হয়সে জন্যই বোধ হয় আপাতদৃষ্টিতে তিন খানের মধ্যে শাহরুখ খানকেই বেশি সফল মনে হয়যা-ই হোক, সালমান বলিউডে পা রাখার আগে এমন সুদর্শন যুবকের আগমন সেখানে কমই ঘটেছেআর শুরু থেকেই সালমান সময়ের জনপ্রিয় সব নায়িকাকে সাথে নিয়ে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেনসালমান খানের অভিনয় দক্ষতা নিয়ে এখনো বলিউডে সমালোচনা হয়তার অভিনয় অনেক নির্মাতারই মন ভরাতে পারে নাতার পরও দুই দশক ধরে একের পর এক ছবিতে অভিনয় করে দর্শকনন্দিত হয়ে আছেন তিনি কিভাবে সম্ভব সেটা?
সালমান তার অভিনয়ের প্রতি যতটা না অনুরক্ত তার চেয়ে বেশি প্রেম-ভালোবাসার প্রতিপর্দার বাইরে সব সময়ই তিনি আলোচিত হয়ে আসছেন তার প্রেমিকোচিত মনোভাবের কারণেগত কয়েক বছরের সালমানচরিত বিশ্লেষণ করলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবেঐশ্বরিয়ার প্রেমে ফিদা সালমান অ্যাশের কাছ থেকে যখন প্রত্যাখ্যাত হতে চলেছেন, তখনই জুটিয়ে ফেলেন ক্যাটরিনাকেক্যাটকে নিয়েও কম কীর্তি তিনি উপহার দেননিযা-ই হোক ব্যক্তিগত এসব কারণেই ভক্তদের মনে সব সময়ই আলোচনায় থাকেন তিনিবর্তমানে সালমানের বয়স প্রায় পঞ্চাশএই বয়সেও হাঁটুর বয়সী নায়িকাদের সাথে দুরন্ত নাচানাচি করে চলেছেন
উঠতি যেকোনো নায়কের চেয়ে এখনো সুদর্শন তিনিএখনো তার শারীরিক ফিটনেস হালের ঋত্মিককেও হার মানায়ফলে দর্শক-ভক্তদের কাছে কখনোই মনে হয় না সালমানের বয়স হয়েছেনিয়মিত ছবিতে গাইছেন, নাচছেন এবং দর্শকদের মন জুগিয়ে বলিউডে নিজেকে অপরিহার্য করে রেখেছেন
আমির খানকে বলা হয়ে থাকে মিস্টার পারফেকশনিস্ট৫ ফুট ৪ ইঞ্চির কোনো নায়ক বলিউডের মতো জায়গায় এতটা সাফল্যের সাথে ক্যারিয়ার পার করতে পারবেন, সেটা হয়তো আমির খান নিজেও কখনো ভাবেননিচাচা গুলজারের আশীর্বাদপুষ্ট হিসেবেই বলিউডে যাত্রা শুরু আমিরেরক্রমেই নিজেকে বলিউডের অপরিহার্যদের তালিকায় শীর্ষে নিয়ে এসেছেনএখন আমিরের বিপরীতে পুরো একটা ইন্ডাস্ট্রিই বলা চলে সেই শুরু থেকেই আমির খুঁতখুঁতেকোনো কাজই একশভাগ না হলে তার মন ভরে না জন্যই হয়তো সাফল্য সব সময়ই তার মুঠোই ধরা দিতে বাধ্য হয়েছেতিনি অভিনয় করেনও খুব কমবছরে কিংবা দুই বছরে একটা ছবিতে দেখা যায় তাকেতবে প্রতিটি ছবিতেই নিজেকে একশভাগ পরিপূর্ণ করে মেলে ধরেনফলে ব্যর্থতার বাতাস তার ধার ঘেঁষতে পারে না সহজেআর এভাবেই দুই দশক ধরে ভারতীয় দর্শকদের হৃদয়ের মণি হয়ে আছেন তিনি
শাহরুখ খানের বলিউডে উত্থানের গল্প শুনলে অনায়াসেই বলে দেয়া যায়, এত সংগ্রামের ফসল বিফলে যেতে পারে না বলেই তিনি সুপারস্টারসত্যিকারের সুপারস্টারের ইমেজ নিয়ে পর্দা এবং পর্দার বাইরে দুই জায়গায়ই শাহরুখের সমান পদচারণামামুলি এক টেলিভিশন সিরিয়ালের গুরুত্বহীন অভিনেতা হিসেবে শুরু করেন তিনিনিজের মেধা ও মননের সাহায্যে আজ নিজেকে কিং খান রূপে প্রতিভাত করতে পেরেছেনতার এই অর্জন অবশ্যই পুরোটাই নিজের কৃতিত্বকেননা, বলিউডে এমন অবস্থান থেকে উঠে এসে শীর্ষস্থানটি দখল করার নজির খুব একটা নেই শাহরুখও আজ নিজেকে একটা ইন্ডাস্ট্রি রূপে তৈরি করে ফেলেছেনবলিউডে তার অপরিহার্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই এক দশক ধরেই
সাফল্যের বিচারে খানত্রয়
একটা জরিপে দেখা গেছে, গত দুই দশকে বলিউডে নির্মিত বাণিজ্যিকভাবে সফল ছবির অর্ধেকই এই তিন খান সাহেবের অভিনীত ছবি থেকে এসেছেআর চলতি দশকের হিসাবে আরো বেশিপ্রায় ৬৫ শতাংশএ থেকেই বোঝা যায় পুরো বলিউডে কেমন আধিপত্য বিস্তার করে আছেন এই তিন খানখানদের সাফল্যের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল আমিরকেএক ফিল্ম জার্নালিস্ট তাকে জিজ্ঞেস করেছিলেন, ‘আর কত দিন খানদের এমন জয়জয়কার চলবে?’ আমিরের উত্তর ছিল, ‘কমপক্ষে আরো দশ বছরএবং এও বলেছিলেন, ‘আমরা এই তিন খান দশ বছর পর হয়তো আর নায়ক হিসেবে অভিনয় করতে পারব না, তবে খানদের যে আধিপত্য এখানে সৃষ্টি হয়েছে সেটা বলিউডে চলতে থাকবেকারণ হিসেবে তিনি বলেন, বয়সের কারণে খুব স্বাভাবিকভাবেই খানরা নায়ক হিসেবে আর অভিনয় করতে পারবেন নাতবে এর মধ্যেই সবাই বলিউডে ব্যবসায়-বাণিজ্য নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন
শাহরুখ, সালমান ও আমির এদের প্রত্যেকেই চলচ্চিত্র প্রযোজনায় নেমেছেন এবং শুরু থেকেই সফল হয়েছেনফলে ব্যবসায়িকভাবে তাদের পাকা আসন বলিউডে থাকছেই এর বাইরে পরিচালনা, উত্তরাধিকার সৃষ্টি এসব তো রয়েছেইঅবশ্যই পরিচালনা এবং উত্তরাধিকার সৃষ্টির নমুনা আমির খান ইতোমধ্যে দেখিয়ে দিয়েছেনতারে জামিন পার নির্মাণ করে চমক লাগিয়ে দিয়েছেন বলিউড-বোদ্ধাদেরভাতিজা ইমরান খানকে সুপারহিট নায়ক হিসেবে পরিচয় করিয়ে দেয়ার কৃতিত্বও তার
অন্য দিকে শাহরুখ ও সালমান উভয়েই প্রযোজনার সাথে যুক্ত হয়েছেন আগেইতাদের প্রযোজিত ছবি বাণিজ্যিকভাবে সফল হওয়ায় এটাও বোঝা যায় যে, খানদের ব্যবসায়িক বুদ্ধিও নেহাত কম নয়ফলে বলিউড থেকে খানদের দৌরাত্ম্য সহজে কমার নয়, বরং দিন দিন সেটা বেড়েই চলেছেএখানে উল্লেখ করা প্রয়োজন, হাল সময়ে নিজেকে খান-গোত্রের উপযুক্ত হিসেবে আত্মপ্রকাশ করতে পেরেছেন নবাবজাদা সাইফ আলী খানওফলে ক্রমপ্রসারমান বলিউডে খানদের শক্তি আরো খানিকটা বৃদ্ধি পেল বৈকি!
খানদের সম্পর্ক
পৃথিবী সৃষ্টির পর থেকেই মানুষে মানুষে বৈরিতার সৃষ্টি হয়েছেকখনো সেটা আপনজনের সাথে, কখনো দূরের মানুষের সাথেওসুতরাং বলিউডে খানদের মধ্যেও যে বৈরিতা থাকবে, সেটাও স্বাভাবিকদীর্ঘদিন ধরেই শাহরুখ, সালমান ও আমির পরস্পরের বন্ধু হিসেবে বলিউডে পরিচিত ছিলকিন্তু নিকট অতীতের কিছু দৃষ্টান্ত সেই বন্ধুত্বের প্রমাণ দেয় নারগচটা সালমানের সাথে ঝামেলা হয়নি এমন বলিউড-সংশ্লিষ্ট ব্যক্তি কমই রয়েছেনসেটার ধারাবাহিকতায় শাহরুখের সাথেও কিছু দিন আগে এক বিতর্কের মহড়া হয়ে গেলদুজনে হাতাহাতির পর্যায়েও পৌঁছে গিয়েছিলেন
শাহরুখের সাথে আমিরেরও কিছু বিতর্কের সৃষ্টি হয় কিছু দিন আগেতবে সেসবের এক যৌক্তিক জবাব দিয়েছেন সম্প্রতি শাহরুখ খানতিনি বলেছেন, ‘প্রতিটি পরিবারেই হাসি-কান্না, সুখ-দুঃখ থাকেপরিবারে অনেক সময়েই সম্পর্কের ক্রান্তিকাল অতিক্রম করেতখন আপনজনের সাথেও ভুল বোঝাবুঝি হয়ে থাকেএকে অন্যের প্রতিপক্ষ হয়ে ওঠেএটা অত্যন্ত স্বাভাবিকতবে আপনজনের সুখ-দুঃখে আপনজনই বেশি আবেগাপ্লুত হয়
আমাদের বলিউডও একটা পরিবারএখানেও সম্পর্কের টানাপড়েন হতে পারেসেটাকে বড় করে দেখার কিছু নেইসময়ই সব কিছু নিয়ন্ত্রণ করে সময়ই সব কিছুকে স্বাভাবিক করে তুলতেও সাহায্য করেবলিউডে খানদের সাফল্যও অনেক সময় ভিন্নমতাবলম্বীদের হিংসাত্মক করে তোলেফলে সেসব মতাবলম্বীরা সুযোগের অপেক্ষায় থাকে সব সময়তেমনই কিছু সুযোগের ব্যবহারে মাঝে মধ্যেই খানদের সম্পর্কের ভিত নড়ে ওঠেতাতে এটা ভাবার কোনো কারণ নেই যে, খানদের ঐক্য নেই

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: