শিরোনাম দেখে যদি ভাবেন কোনও ছবির শ্যুটিংয়ের মুচমুচে খবর, তাহলে
ভুল করবেন। অভিনেত্রী
স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে একজোড়া দামি কানের দুল চুরির অভিযোগ উঠেছে৷সিঙ্গাপুরে দর্পণ ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিতে
গিয়ে সেখানকারই একটি দোকানে নাকি এমন কান্ড
ঘটেছে৷তাঁর বিরুদ্ধে উঠেছে শপ-লিফটিংয়ের
মতো গুরুতর অভিযোগ। শপ লিফটিঙের
অর্থ, কোনও রিটেল স্টোর থেকে কোনও
জিনিস চুরি করা। বিশ্বস্ত
সূত্রের খবরানুযায়ী ওই গয়নার দোকানের তরফে
ফেস্টিভ্যাল কমিটির এক সদস্যকে মেইল মারফত বিষয়টি জানানো হয়েছে৷সেখানে তাঁরা লিখেছেন, স্বস্তিকা
তাদের দোকান থেকে একটি নেকপিস কেনেন৷নেকপিসটির
পাশেই রাখা ছিল এক জোড়া কানের দুল৷স্বস্তিকা দোকান ছাড়ার
পর থেকেই ওই দুল জোড়া খুঁজে পাওয়া যাচ্ছে না৷
এই প্রসঙ্গের
সঙ্গে টালিগঞ্জেরই এক নামি পরিচালকের ফেসবুকে করা মন্তব্যের অদ্ভুত মিল পাওয়া গিয়েছে৷তা কি নিতান্তই কাকতালীয়? যদিও
তিনি স্বস্তিকার নাম করেননি
কোথাও সোজাসুজি। আর এক
পরিচালক আবার এ নিয়ে ব্যঙ্গও করেছেন। বলেছেন, এ খবরকে পাতায় জায়গা করার সাহস কোনও
বাংলা লাগজ দেখাতে পারবে না। এর আগে পরিচালক সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে নিশিযাপন থেকে শুরু
করে নগ্ন এমএমএস ফাঁস, আত্মহত্যার
চেষ্টা ঘিরে বিতর্কে স্বস্তিকা সবসময়ই টালিগঞ্জের অন্যান্য
নায়িকাদের পিছনে ফেলে দিয়েছে৷
খোঁজ নিয়ে জানা
গিয়েছে,স্বস্তিকা দোকান থেকে নেকপিস কিনে বেরিয়ে যাওয়ার পরই দোকান কর্তৃপক্ষ দুলের হঠাৎ গায়েব হওয়ার বিষয়টি লক্ষ্য
করেন৷কিন্তু কে চুরি করল
দোকান থেকে, এ নিয়ে তোলপাড় শুরু হয়। শেষে
দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে
স্বস্তিকাকে চিহ্নিত করা যায়নি৷ এখন এ খবর সত্যি, নাকি নেহাৎ গায়ের জ্বালা মেটাতে নিন্দুকেরা এই অভিযোগ তুলছেন, তা
জানার অপেক্ষা। যদিও এ বিষয়ে স্বস্তিকার কাছ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

0 comments: