Sunday, 2 November 2014

যেভাবে চলছে অপি করিমের জীবন....


প্রিয়দর্শিনী অভিনেত্রী অপি করিম একসময় দিনরাত শুটিং স্পটে ছুটে বেড়াতেনকখনো কখনো মাসের প্রতিদিনই তার শুটিং থাকতচ্যানেল খুললেই তার হাসিমাখা মুখটা দেখা যেতকিন্তু ইদানীং অপি করিমকে নাটক-টেলিছবিতে আর সেভাবে দেখা যাচ্ছে না মডেলিং থেকেও অনেকটা দূরে রয়েছেন তিনি
এর কারণ সম্পর্কে জানতে চাইলে অপি করিম বলেন, গত কয়েক বছরে তার জীবনধারায় ব্যাপক পরিবর্তন এসেছেবিশেষ করে আর্কিটেকচারের ওপর পড়াশোনা করে জার্মানি থেকে ফেরার পর অভিনয়ের পরিবর্তে শিক্ষকতাকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনিতাই এখন আর আগের মতো দিনরাত শুটিং করতে পারেন নাতবে অভিনয়টা পুরোপুরি ছেড়ে দেয়ার ইচ্ছা নেই তারশিক্ষকতার পাশাপাশি অভিনয়টাও ধীরেসুস্থে চালিয়ে যেতে চান তিনিতবে এখন থেকে বেছে বেছে গুটিকয়েক নাটক-টেলিছবিতে কাজ করবেন মাত্র
তিনি বলেন, 'ব্যক্তিগত জীবনের পাশাপাশি শিক্ষকতা নিয়েও প্রচ- ব্যস্ত হয়ে পড়েছিতাই হরহামেশা আর কাজ করার সুযোগ নেই' তিনি আরো বলেন, "আগামীতে আমি শুধু মানসম্পন্ন কাজগুলোই করবগত ঈদে একটি নাটকে অভিনয় করেছিলাম 'পিছুটান' শিরোনামের ওই নাটকটি নিয়ে সবার কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি এতেই আমি ভীষণ খুশি।"
উপস্থাপনা সম্পর্কে তিনি জানান, বিশেষ অনুষ্ঠানের প্রস্তাব পেলে উপস্থাপনা করতেও রাজি আছেনগত ঈদে দুটি অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন তিনি অনেকেই 'আমাদের কিংবদন্তি' 'প্রাণের শিল্পী' শীর্ষক ওই অনুষ্ঠান দুটির প্রশংসা করেছেনএর মধ্যে 'আমাদের কিংবদন্তি' অনুষ্ঠানে অতিথি ছিলেন চিত্রনায়ক আলমগীর ও রুনা লায়লা দম্পতিআর 'প্রাণের শিল্পী' অনুষ্ঠানে অতিথি ছিলেন ফোক সম্রাজ্ঞী মমতাজঅপি করিম অভিনয়ে নিয়মিত না থাকলেও বর্তমানে লাক্স-চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করছেনপাশাপাশি 'নাম-গোত্রহীন' শিরোনামের একটি মঞ্চ নাটকে নিয়মিত অভিনয় করছেনউর্দু ভাষার লেখক সাদাত হাসান মান্টোর তিনটি ছোটগল্প অবলম্বনে এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন ভারতের ঊষা গাঙ্গুলীইতোমধ্যে এই নাটকের কয়েকটি শো অনুষ্ঠিত হয়েছেএই নাটকটির ব্যাপারেও দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি
এ প্রসঙ্গে অপি করিম বলেন, 'সব মিলিয়ে আমি মিডিয়ার সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছিতবে অভিনয়টা শুধু আগের চেয়ে কমিয়ে দিয়েছিএভাবেই আগামী দিনগুলো পার করতে চাই'

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: