Monday, 10 November 2014

নতুন আলোচনায় আঁচল


সেরা নায়ক শাকিব খানের সঙ্গে দুই ছবিতে চুক্তিবদ্ধ হয়ে নতুন করে আলোচনায় চলে এসেছেন গ্ল্যামারাস গার্ল আঁচলহালের সফল পরিচালক বদিউল আলম খোকনের পরিচালনায় নির্মিতব্য বাদশারাজা বাবুছবি দুটি আঁচলকে নির্ভার করে তুলেছেপাশাপাশি নতুন সেনসেশন বাপ্পি চৌধুরীর সঙ্গে ইস্পাহানি আরিফ জাহানের গুণ্ডা দ্য টেরোরিস্ট’, ওয়াজেদ আলী সুমনের আজব প্রেমএবং ইমনের সঙ্গে মনিরুল ইসলাম সোহেলের স্বপ্ন যে তুইছবিগুলো তো আছেইপাশাপাশি রয়েছে নতুন নায়ক আশিক চৌধুরীর সঙ্গে হৃদয় দোলানো প্রেমএবং শাকিব খানের সঙ্গে আরেক ছবি মেন্টালসব মিলিয়ে বেশ আশাবাদী অবস্থানে রয়েছেন সুন্দরী সুঅভিনেত্রী আঁচলবিষয়টি গুরুত্বের সঙ্গে অনুধাবন করতে পেরে আঁচল সুযোগগুলোকে কাজে লাগানোর জন্য নিজেকে পুরোমাত্রায় প্রস্তুত রেখে কাজ করে চলেছেনযে সুযোগের অপেক্ষায় তিনি এতদিন অপেক্ষা করেছেন সেই সুযোগগুলো শেষ পর্যন্ত তার কাছে ধরা দিয়েছে
আঁচল বলেন, আমি জানতাম কাজের প্রতি সততা, চেষ্টা এবং একাগ্রতা থাকলে নিজেকে প্রমাণ করার সুযোগ একদিন পাবোইএখন যে কটি ছবিতে কাজ করছি কিংবা আগামীতে কাজ করবো, সব কটিই অত্যন্ত গুণী পরিচালকদেরতাদের সঙ্গে কাজ করে অনেক কিছুই শিখতে পারছি
আঁচল আরও বলেন, পরিচালক বদিউল আলম খোকন ভাইয়ের সঙ্গে আমি প্রথম কাজ করবোচলচ্চিত্রে আসার পর যে কজন পরিচালকের সাফল্য বেশি দেখেছি তাদের মধ্যে খোকন ভাই একজনতার ওপর আবার এক ছবির প্রযোজক মোহাম্মদ হোসেনের মতো বিশাল ব্যক্তিত্বপ্রথম যখন অফার পাই তখন বিশ্বাস করতেই কষ্ট হচ্ছিল এত বড় প্রযোজক পরিচালকের ছবিতে কাজ করবো, তা-ও আবার শাকিব খানের মতো সেরা নায়কের সঙ্গেযেদিন কথা বলতে বসলাম, ফাইনাল করলাম, তখন মনে হলো আমার স্বপ্ন পূরণ হতে চলেছেআঁচল বলেন, চলচ্চিত্রের অন্যতম সেরা নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে এসেছিকাজ করে চলেছিপরিচালকের নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে নির্ঝঞ্ঝাটে কাজ করার মনমানসিকতা নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেছিএখন মনে হয় আমার স্বপ্ন পূরণ হওয়ার পথেআঁচল বলেন, মহান আল্লাহর রহমত, আমার মায়ের দোয়া, নির্মাতাদের বিশ্বাস এবং দর্শকদের ভালবাসা নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাইদৃঢ়বিশ্বাস, আমি সেটা পারবো

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: