Monday, 10 November 2014

বলিউডের সেরা সাত আলোচিত খুদে তারকা (দেখুন ছবিতে)


বলিউডে গসিপের একটি বড় অংশ জুড়ে থাকে খুদে তারকারাআর এইসব খুদে তারকারা জন্মের আগে থেকেই যেন এক একজন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হনকেনই বা হবে না বলুন এরাই তো বলিউডের আগামী প্রজন্মতবে প্রতিটি তারকাই যে চলচ্চিত্র জগতে নিজের ক্যারিয়ার গড়বেন এমনটা না শতভাগ নিশ্চয়তার সাথে বলা না গেলো অতীতেও বাবা মার পথ অনুসরণ করে চলচ্চিত্র জগতে এই সব তারকার আগমন লক্ষণীয় তবে চলুন দেখে নেই বলিউডের সুপার স্টারদের কিউট খুদে তারকাদের সেরা সাতের তালিকা। 







SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: