বলিউডে গসিপের একটি
বড় অংশ জুড়ে থাকে খুদে তারকারা। আর
এইসব খুদে তারকারা জন্মের আগে থেকেই
যেন এক একজন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন। কেনই বা হবে না বলুন
এরাই তো বলিউডের আগামী প্রজন্ম। তবে
প্রতিটি তারকাই যে চলচ্চিত্র জগতে নিজের ক্যারিয়ার গড়বেন এমনটা না শতভাগ নিশ্চয়তার সাথে বলা
না গেলো অতীতেও বাবা মার পথ অনুসরণ করে
চলচ্চিত্র জগতে এই সব তারকার আগমন লক্ষণীয়। তবে চলুন দেখে নেই বলিউডের সুপার স্টারদের কিউট খুদে তারকাদের
সেরা সাতের তালিকা।







0 comments: