Monday, 10 November 2014

জয়াকে পাল্টা জবাবে কী বললেন শাহরুখ?


হ্যাপি নিউ ইয়ার সিনেমাকে অর্থহীন সিনেমা বলে আখ্যা দেয়ার পর পুরো বলিউড অপেক্ষা করছিল শাহরুখ খানের উত্তরেরসদ্য সমাপ্ত একটি সাহিত্য উত্সবে জয়া বচ্চন হ্যাপি নিউ ইয়ার' অর্থহীন সিনেমা বলেন জয়াআর জয়ার এমন মন্তব্যের পর শাহরুখ তার মুখ খুললেন
জয়ার এমন বক্তব্যে চাপা ঝড় শুর হয় বলিউডেশাহরুখের কাছে অমিতাভ এর জন্য এসএমএস লিখে ক্ষমাও চানকিন্তু শাহরুখ তাতে সাড়া দেননিবরং মুখে কুলুপ এঁটে বসেছিলেনঅবশেষে জয়ার মন্তব্য প্রসঙ্গে মুখ খুললেন তিনি
শাহরুখ জানান অমিতাভ অভিনীত 'অমর আকবর অ্যান্টনি' সিনেমাটি তার দেখা অন্যতম অর্থহীন সিনেমাকিন্তু আজ সেই সিনেমাই কয়েকটি সেরা ছবির মধ্যে একটা হিসেবে গণ্য করা হয়তবে 'অমর আকবর অ্যান্টনি' সিনেমাতে বিনোদনের যথেষ্ট উপাদান আছে বলে মনে করেন তিনিসেই জন্যই তিনি এই সিনেমা একাধিকবার দেখেছেন এবং দেখবেনও বলে জানিয়েছেন

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: