হ্যাপি নিউ ইয়ার সিনেমাকে অর্থহীন সিনেমা বলে আখ্যা দেয়ার পর পুরো বলিউড অপেক্ষা করছিল শাহরুখ খানের উত্তরের। সদ্য সমাপ্ত একটি সাহিত্য উত্সবে জয়া বচ্চন হ্যাপি নিউ ইয়ার' অর্থহীন সিনেমা বলেন জয়া। আর জয়ার এমন মন্তব্যের পর শাহরুখ তার মুখ খুললেন।
জয়ার এমন বক্তব্যে চাপা ঝড় শুর হয় বলিউডে। শাহরুখের কাছে অমিতাভ এর জন্য এসএমএস লিখে ক্ষমাও চান। কিন্তু শাহরুখ তাতে সাড়া দেননি। বরং মুখে কুলুপ এঁটে বসেছিলেন। অবশেষে জয়ার মন্তব্য প্রসঙ্গে মুখ খুললেন তিনি।
শাহরুখ জানান অমিতাভ অভিনীত 'অমর আকবর অ্যান্টনি' সিনেমাটি তার দেখা অন্যতম অর্থহীন সিনেমা। কিন্তু আজ সেই সিনেমাই কয়েকটি সেরা ছবির মধ্যে একটা হিসেবে গণ্য করা হয়। তবে 'অমর আকবর অ্যান্টনি' সিনেমাতে বিনোদনের যথেষ্ট উপাদান আছে বলে মনে করেন তিনি। সেই জন্যই তিনি এই সিনেমা একাধিকবার দেখেছেন এবং দেখবেনও বলে জানিয়েছেন।

0 comments: