Wednesday, 1 October 2014

আবারো বিয়ের তারিখ পেছালেন বিপাশা বসু! কিন্তু কেন?


সব কিছু ঠিকঠাক থাকলে এ বছরের শেষের দিকে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন বলিউডের আবেদনময়ী অভিনেত্রী বিপাশা বসুআর পাত্রের নাম কারো অজানা নয় হারমান বাওয়েজাতবে শোনা যাচ্ছে এবছরেও বিয়ে সম্ভব নয়এর আগে চলতি বছরের শুরুতেই হারমানের সঙ্গে নিজের বিয়ের ঘোষণা মিডিয়ার সামনে দেন এই অভিনেত্রীএরপর বেশ কয়েক মাস বিয়ের প্রস্তুতিও নিয়েছেন তিনিএরপর বিপাশা ও হারমান দুজনই যার যার কাজে ব্যস্ত হয়ে পড়েনযার ফলে বিয়ের বিষয়টি আর এগোয়নিআর এখন তো ঘোষণা দিয়েই বিপাশা আবার বিয়ের সময় পেছালেন
তবে কেন বিয়ের তারিখ পেছালেন এই অভিনেত্রী? তবে শুনুন, কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে বিপাশা বসু অভিনীত সিনেমা ক্রিয়েটার থ্রিডিমহেশ ভাটের এই সায়েন্টিফিক সিএন্মা বেশ ব্যবসা সফলতাও পেয়েছেরাজ-৩এবং আতমার পর এই সিনেমার মাধ্যমে নিজের সফলতার ধারাবাহিকতা বজায় রেখেছেন বিপাশাএদিকে এই সিনেমা হিটের কাতারে চলে যাওয়ার পর ভাটরা আরও তিনটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ করেছেন এই সেক্সসিম্বল অভিনেত্রীকেআর এই সিনেমাগুলোর জন্য টানা শিডিউল বিপাশা দিচ্ছেন চলতি বছরের পুরোটা সময়এরই মধ্যে একটি সিনেমার কাজও শুরু হয়েছে
শুধু চলতি বছর নয়, সামনের বছরের মাার্চ পর্যন্ত এই তিন সিনেমার শুটিং করবেন বিপাশাতবে নতুন খবর হচ্ছে, টানা শিডিউল দিতে গিয়ে নিজের বিয়ের সময় পিছিয়ে দিয়েছেন বিপাশাচলতি বছরতো দূরের কথা, আগামী বছরের মাঝামাঝি সময় পর্যন্ত বিয়ের নামই নিতে রাজি নন তিনিএরই মধ্যে নিজের এই সিদ্ধান্তের কথা প্রেমিক ও হবু বর অভিনেতা হারমান বাওয়েজাকে জানিয়ে দিয়েছেন বিপাশা
এ বিষয়ে তিনি সরাসরি একটি বলিউড ভিত্তিক চ্যানেলকে বলেছেন, 'কাজকে আমি সব সময়ই ব্যক্তিগত বিষয়ের চেয়ে বেশি প্রাধান্য দেইএবারও সেটাই হয়েছে হারমান নিজেও অনেক ব্যস্ত শুটিং নিয়েএদিকে আমি ভাটদের তিনটি সিনেমাতে চুক্তিবদ্ধ হয়ে কাজ করছিনিজেদের কাজের ব্যাঘাত ঘটিয়ে আমি বিয়ের পিঁড়িতে বসতে চাই নাহারমানকেও নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছি আমিসব কিছু ঠিকঠাক থাকলে সামনের বছর হয়তো বিয়েটা সারব'

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: