বলিউডের কিং খান তিনি। সুনাম, অর্থ-প্রতিপত্তি কোন দিক থেকেই কমতি নেই এই তারকার। তবে এত কিছু অর্জনের পরেও শাহরুখ খানকে সব সময় বিনয়ী রূপেই পেয়েছে দর্শক। তবে সম্প্রতি খোলস থেকে বেড়িয়ে এলেন এই তারকা। যশ-খ্যাতির অহংকারে ভেসে গেলেন শাহরুখ খান। কি, অবাক হচ্ছেন তো? না, শাহরুখ খান নিজেই এসব কথা বলেছেন!
নিজেকে জনপ্রিয় ও সফল তারকা হিসেবে অখ্যায়িত করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ৪৮ বছর বয়সী এই তারকা অভিনেতা দাবি করেন, কোনো সিনেমাতে তার অন্তর্ভুক্তি মানেই সিনেমার সাফল্য নিশ্চিত। তার অভিনীত প্রতিটি সিনেমাই দর্শকরা আগ্রহসহকারে দেখে থাকেন।
শাহরুখ বলেন, 'অফ-বিট সিনেমা আবার কী? আমাকে অফ-বিটের কোনো সিনেমাতে অন্তর্ভুক্ত করলেই তা অন-বিট হয়ে যাবে। 'চাক দে! ইন্ডিয়া' গতানুগতিক ধারার বাইরের সিনেমা হলেও দারুণ ব্যবসা করেছে।'
শাহরুখ আরো বলেন, 'আমি মনে করি, যে কোনো সিনেমার সঙ্গে আমি সম্পৃক্ত হলে তা বড় মাপের কাজ বলে বিবেচিত হবে। কারণ আমি বড় মাপের একজন চলচ্চিত্রশিল্পী। আমি নিজের ইচ্ছাতেই 'মায়া মেমসাব', 'ওহ ডার্লিং ইয়ে হ্যায় ইন্ডিয়া', 'ডন', 'বাজিগর', 'স্বদেশ' ও 'চাক দে! ইন্ডিয়া'র মতো অফ-বিটের সিনেমাগুলোতে অভিনয় করেছি। কিন্তু তা অন-বিটে পরিণত হয়েছে।' অবশ্য বেশ সতর্কতার সঙ্গেই অফ-বিটের সিনেমাতে অভিনয় করতে রাজি হন বলেই জানিয়েছেন কিং খান।
এ প্রসঙ্গে তার ভাষ্য, 'কারো চাওয়া পূরণ করতে আমি কখনো কোনো কাজ করি না। আমার যথেষ্ট অর্থ ও প্রতিপত্তি আছে। আমি ধনী একজন তারকা। অনেক পুরস্কারও আমার ঝুলিতে রয়েছে।'
শাহরুখ আরো বলেন, 'যেসব সিনেমার চিত্রনাট্য আমাকে মুগ্ধ করবে, আমি কেবল সেসব সিনেমাতেই চুক্তিবদ্ধ হবো। আমি 'রা ওয়ান' সিনেমা করেছি, কারণ আমার সন্তানরা সুপারহিরো পছন্দ করে। আমার বাবা হকি খেলতেন। এ জন্য 'চাক দে! ইন্ডিয়া' সিনেমাতে অভিনয় করেছি। আসলে কোনো কিছু করতে যাওয়ার আগে ভালো লাগার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।'

0 comments: