দক্ষিণ ভারতের তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি সুপারস্টার। বলিউডে এখনো নিজের অবস্থান তৈরি করতে পারেননি কমল হাসানের বড় মেয়ে শ্রুতি হাসান। তবে হাল ছেড়ে দেবার মতো মেয়েই নন শ্রুতি। বলিউডে নিজের স্থান করে নিতে দিনরাত এক করে দিচ্ছেন এই আকর্ষণীয় নায়িকা।
বলিউডে এখনো পাকাপোক্ত স্থান না করতে পারলেও তার হাতে হিন্দি সিনেমার সংখ্যা কিন্তু একেবারে কম নয়। জন আব্রাহামের বিপরীতে 'ওয়েলকাম ব্যাক' ও অক্ষয় কুমারের বিপরীতে 'গব্বর' সিনেমার শুটিং শেষ করেছেন শ্রুতি। দুটি সিনেমাই মুক্তি পাবে সামনের বছরের শুরু্র দিকে।
বর্তমানে শুটিং করছেন 'রকি হ্যান্ডসাম' ও 'ইয়ারা' সিনেমার। এ ছাড়া 'তেভর' সিনেমাতে একটি আইটেম সংয়েও রয়েছেন তিনি। আর এরই ফাঁকে একের পর এক পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়াও থেমে নেই। ফলে সিনেমার শুটিংয়ের পাশাপাশি বিজ্ঞাপনেও প্রচুর সময় দিতে হচ্ছে এই দক্ষিণী সুন্দরীকে।
সম্প্রতি রণবীর কাপুরের সঙ্গে একটি ইলেকট্রনিক ব্র্যান্ডের বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনের শুটিং শুরু করেছেন। একটি পোশাক নির্মাণ প্রতিষ্ঠানের দক্ষিণ ভারতের অ্যাম্বাসাডর ছিলেন তিনি। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাঁকে পুরো ভারতে তাদের পণ্যের প্রচারের জন্য চুক্তিবদ্ধ করেছে। এ ছাড়া জার্মানির একটি জুতা নির্মাণ প্রতিষ্ঠানও ভারতে, বিশেষ করে মুম্বাই ও চেন্নাইয়ে কাজ করার জন্য চুক্তিবদ্ধ করেছে তাঁকে।

0 comments: