Tuesday, 30 September 2014

দীপিকাকে ফেলে সোনাক্ষীর সাথে প্রেম করছেন রণভীর সিং!


সাবেক প্রেমিক 'ব্যান্ড বাজা বরাত'খ্যাত রণভীর সিংয়ের বাহুডোরে আবদ্ধ হলেন শত্রুঘ্নকন্যা বলিউড অভিনেত্রী সোনাক্ষি সিনহাশুক্রবার মধ্যরাতে রণভীর সিংয়ের সঙ্গে সোনাক্ষিকে এক পাঁচতারকা হোটেলে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে ওই সময় তারা পরস্পরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করছিলেন
মিডডের খবরে জানা গেছে, রণভীরের সঙ্গে 'লুটেরা' ছবিতে ক্যামেরাবন্দি হয়েছিলেন সোনাক্ষিতবে এরপর আর নতুন কোনো ছবিতে কাজ করা হয়নি তাদের কিন্তু এখন নিয়মিতই সোনাক্ষি-রণবীর ডেটিং করছেনএমনকি সোনাক্ষিকে গাড়ি করে রণভীরের বাসায়ও যেতে দেখা গেছেশুধু তাই নয়, একটি রেস্টুরেন্টেও ঘনিষ্ঠ অবস্থায় এ জুটিকে আবিষ্কার করা গেছে
এদিকে সোনাক্ষির বাড়িতেও ইদানীং রণভীরের যাতায়াত বেড়েছেএ প্রসঙ্গে 'দাবাং গার্ল'খ্যাত সোনাক্ষি বলেন, 'ওর সঙ্গে আমার অনেক ভালো বন্ধুত্ব এটাকে অন্যভাবে দেখার কোনো অবকাশ নেইআমরা একে অন্যের সঙ্গে সময় কাটাতে পছন্দ করি'
এদিকে সোনাক্ষি-রণভীর এক ঘনিষ্ঠবন্ধু জানান, সোনাক্ষি-রণভীর গত বছর লুটেরা ছবিতে জুটিবদ্ধ হয়েছিলেনওইসময় তারা প্রেমে পড়েনসূত্রটি আরো জানিয়েছে, প্রায় এক বছর প্রেমের পর চলতি বছরের শুরুতে সোনাক্ষি এবং রণভীর সিংয়ের বিচ্ছেদ ঘটেতবে এ তারকাজুটির সাম্প্রতিক ঘনিষ্ঠতা দেখে অনেকেই ধারণা করছেন আবার তারা প্রেম করছেনবর্তমানে ২৭ বছর বয়সী সোনাক্ষি সিনহা 'অ্যাকশন জ্যাকসন', 'তেবর' 'লিঙ্গা' ছবির শুটিং করছেন

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: