Tuesday, 30 September 2014

মিথ্যা বলছেন শাকিব খান?


গেল ঈদে ঢাকাই সিনেমার সুপারস্টার খ্যাত শাকিব খানের হিরো দ্যা সুপারস্টারমুক্তি পায়তেলেগু রেবেলসিনেমার কার্বন কপি এই সিনেমাটি প্রমাণ করে দিয়েছে তিনি কতো বড় সুপার চুরি করতে পারেন তিনিচুরির দায়ভার শাকিবকেই নিতে হয়েছিল সেবারকারণ তিনি নিজেই ছিলেন সিনেমাটির প্রযোজক
হিরো দ্যা সুপারস্টারমুক্তির পর শাকিবের বিরুদ্ধে নকলের অভিযোগ উঠলে তিনি ওপার বাংলায় গিয়ে পাড়ি জমানকিন্তু টালিউড থেকে ফিরেই তিনি ঘোষণা দিয়েছিলেন যৌথ প্রযোজনার সিনেমা করছেন তিনি এ নিয়ে বেশ কিছু সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেন শাকিব খান
বিভিন্ন সংবাদ মাধ্যমকে শাকিব বলেন, যৌথ প্রযোজনার সিনেমাটি পরিচালনা করবেন বাংলাদেশের বদিউল আলম খোকন ও টালিউডের রাজীব বিশ্বাসএতে অভিনয় করবেন শাকিব- শ্রাবন্তী-জিত ও অপু বিশ্বাসএ নিয়ে নাকি সব শিল্পীর সাথে পাকা কথাও হয়েছে তাঁর
কিন্তু শাকিব যে পুরোটাই মিথ্যা বলেছেন তা এবার ফাঁস হয়ে গেলকলকাতা থেকে ঘুরে আসার পর এমন অনেক অজানা জানিয়েছেন সাংবাদিক জিয়াউদ্দিন আলম
সম্প্রতি সাংবাদিক জিয়াউদ্দিন আলম ও চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস একটি সিনেমার স্ক্রিপ্টসের কাজের কলকাতায় গিয়েছিলেন সে সময় ( ১৬ সেপ্টেম্বর) জিতের অফিসে যান তাঁরা
কথা প্রসঙ্গে যৌথ প্রযোজনার সিনেমায় জিতের অভিনয়ের ব্যাপারে জানতে চাইলে,’ জিত বলেন দেখুন আমি অভনয় করছি অথচ নিজেই জানিনাজিতের কথা শুনে অবাক হন জিয়া- দেবাশীষ দুজনেইজিত আরও বলেন, আমি শাকিব ও রাজীব দুজনকেই খুব ভালো করে চিনিতবে যৌথ সিনেমায় অভিনয়ের ব্যপারে তাদের সাথে আমার কোন কথাই হয়নি

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: