Tuesday, 30 September 2014

নতুন করে কার প্রেমে পড়লেন আকর্ষণীয় সানি?


ববি খান পরিচালিত আগামী সিনেমা লীলা৷সিনেমাতে রানির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আকর্ষণীয় সানিকে৷ এখবর পুরোনো হলেও নতুন খবর হল এই সিনেমার শুটিং করতে গিয়ে সানি প্রেমে পড়ে গেছেনতবে কার প্রেমে পড়লেন আবেদনময়ী সানি লিওন
সিনেমার শুটিং হয়েছে মরু শহর রাজস্থানের বিভিন্ন এলাকায়শুটিং চলাকালীন ভারতীয় সৌন্দর্য্যের প্রেমে পড়লেন পর্ণ বিউটি সানি লিওন৷পর্ণস্টার থেকে এখন বলিউড অভিনেত্রীর তকমা লেগেছে সানির গায়ে
রাজস্থানে শুটিং করতে গিয়ে লীলাস্টার সানি লিওন বলেন, ভারতে এসে প্রথমবার এত সুন্দর জায়গা দেখলেনসেখানকার ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলির প্রতি আকৃষ্ট হয়েছেন তিনিঅন্যান্য সময় শুটিংয়ের ক্ষেত্রে সারাক্ষণ সিনেমার কাজেই ব্যস্ত থাকতে হয়, কিন্তু এবার এখানে আসা ভ্রমনকারী দের বেশ পছন্দ হয়েছে সানিরশুটিং চলাকালীন সারাক্ষণ প্রচন্ড গরমে রোদের মধ্যে থাকতে হয়েছেতবে পরিমান মতো জল পান করে সবাই সুস্থই আছে
লীলাসিনেমাটি প্রজোযনা করেছেন ভূষণ কুমারএই সিনেমাতে আবেদনময়ীর খোলস ছাড়িয়ে সম্পূর্ণ নতুন লুকে পর্দায় আসবেন সানিকিন্তু এই মেকওার সানি ফ্যানদের মনোপ্পুত হবে কিনা সেটা তো সিনেমা মুক্তির পরই বোঝা যাবে

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: