Tuesday, 30 September 2014

ঈদে শুভর ‘কিস্তিমাত’


আশিকুর রহমান পরিচালিত নতুন সিনেমা 'কিস্তিমাত'এতে জুটি বেধে অভিনয় করেছেন আরিফিন শুভ ও আঁচল আঁখিসিনেমাটি এরই মাঝে সেন্সর ছাড়পত্র পেয়েছেএখন চলছে সিনেমা হল বুকিংয়ের শেষ প্রস্তুতি
কিস্তিমাতঈদের দিন মুক্তি পাচ্ছেকিন্তু উন্নত চিকিৎসার জন্য আগামী ১ অক্টোবর ভারতে যাচ্ছেন শুভএর আগে সিনেমাটির প্রচারণার সাংবাদিকদের সাথে রাজধানীর যমুনা ফিউচার পার্কে এক আড্ডার যোগ দিয়েছিলেন তিনি
এ সময় আরিফিন বলেন, এর আগের ছবিগুলোতে দর্শক আমাকে সিরিয়াস অ্যাকশন চরিত্রে অভিনয় করতে দেখেছেতবে 'কিস্তিমাতে' আমাকে সম্পূর্ণ অন্য চরিত্রে দেখতে পাবেআসলে ছবিতে আমার হওয়ার কথা ছিল 'গুন্ডা'কিন্তু হয়ে যাই পুলিশ অফিসার
তিনি আরও বলেন, ‘কিস্তিমাতছবিতে আমার স্টাইল বা গেট আপ দেখে কেউ বলবে না যে আমি পুলিশ অফিসারএই জায়গাতেই সবাই চমক পাবেঈদে ছবিটি মুক্তি পাচ্ছে, যদিও এবারের ঈদ দেশের বাইরে কাটাবোসবাই অবশ্যই সিনেমা হলে গিয়ে ছবিটি দেখবেন, আমি এতা বলতে পারি এই ছবিতে নতুনত্বের ছোঁয়া পাবেন
টাইগার মিডিয়া ও দি অভি কথাচিত্র এর ব্যানারে নির্মিত সিনেমায় শুভ-আঁচল ছাড়া আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সুব্রত, রেবেকা, জাদু আজাদ, রবি, আফজাল শরীফ, হাবিব খান, হারুন কিসিঞ্জার, মীরাক্কেলের সজল প্রমুখ

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: