Wednesday, 24 September 2014

কিরণ বেদি চরিত্রের জন্য প্রিয়াঙ্কাকে দশ কোটি টাকার প্রস্তাব


প্রাক্তন প্রথম নারী আইপিএস অফিসার কিরণ বেদি-র জীবনী নিয়ে সিনেমা তৈরির কথা ভাবা হচ্ছেআর এই বিশেষ চরিত্রের জন্য ভাবা হচ্ছে মেরি কমপ্রিয়াঙ্কা চোপড়াকেবক্সার মেরি কমের দুর্দান্ত সাফল্যের পর কিরণ বেদির চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেলেন প্রিয়াঙ্কাহিন্দি মুভি লাক’-র পরিচালক সোহম শাহ তার আগামী সিনেমাতে প্রিয়াঙ্কাকেই পছন্দ হিসাবে দেখছেন
সুত্রের খবর অনুযায়ী কিরণ বেদি চরিত্রের জন্য প্রিয়াঙ্কাকে দশ কোটি টাকার প্রস্তাবও দেওয়া হবেপ্রিয়াঙ্কার মুখপাত্র জানান এই সিনেমার বিষয়ে যত তাড়াতাড়ি সম্ভব প্রিয়াঙ্কার মত জানতে চাওয়া হয়েছেপাঁচবার বিশ্ব চ্যম্পিয়ন মেরি কমের বায়োপিকের পর নিঃসন্দেহে এটি প্রিয়াঙ্কার কাছে আরেকটি বড় চ্যালেঞ্চ হতে পারে২০০৭ সালে কর্মজীবন থেকে বিরতি নেওয়ার পর বর্তমানে বিভিন্ন টিভি শো-এ তাঁর উপস্থিতি আইপিএস অফিসারের মতোই আজও সমান প্রাসঙ্গিক
এই মুহুর্তে ব্যস্ত নায়িরা প্রিয়াঙ্কাকে দেখা যাবে তাঁর আগামী সিনেমাদিল ধারকানে দো’-তে৷ জোয়া আখতার পরিচালিত দিল ধারকানেদোসিনেমাতে রয়েছেন বলিউডের প্রথমসারির একগুচ্ছ তারকা


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: