আমির খানের আপকামিং সিনেমা 'পিকু'র নগ্ন পোস্টারের মোহ যেন কিছুতেই কাটছে না। এই পোস্টারটি নিয়ে কম ঝক্কি পোহাতে হয়নি এই তারকাকে। তবে এবার আমিরের নগ্ন পোজ নকল করে খবরে চলে এলো আরেক সিনেমা!
এ বছরই রূপোলি পর্দায় আসতে চলেছে ফিল্ম ‘ফুদ্দু’। এই সিনেমার পরিচালনা করেছেন সুনীল সুব্রমণিয়ম। আর এই সিনেমার পোস্টার মুক্তি পেতেই নতুন করে গুঞ্জন শুরু হয়েছে বলিউডে। এই সিনেমার ফার্স্টলুকে স্বাতির সঙ্গে সিনেমার মুখ্য অভিনেতা শুভমকেও দেখা গেছে। তবে এখানেই শেষ নয়, গুঞ্জনের শুরু অন্য কারণে।
কিন্তু বিষয় হল শুভমের শরীরে একটাও কাপড় নেই। দেখা যাচ্ছে একটা ফুলের টব দিয়ে নিজের স্পর্শকাতর স্থান ঢেকে রেখেছেন তিনি। ফলে বুঝতে পারছেন শুভমের লুক একেবারেই আমির খানের ‘পিকে’র সঙ্গে মিলে গেছে। তফাৎ শুধু এটুকুই যে, শুভম রেডিওর বদলে টব ধরে রেখেছেন। যদিও পোস্টারে ‘পিকে’র পোস্টারের মতো হুবহু একটি রেডিও ব্যবহার করা হয়েছে।
‘ফুদ্দু’ ফিল্মের পরিচালক সুনীল এর আগেও অনুরাগ
বাসুর অ্যাসিস্টেন্ট হিসেবে কাজ করেছেন। এই সিনেমা মূলত একটি অ্যাডাল্ট কমেডি
ফিল্ম। সিনেমার প্রযোজনা করেছে মহিলা প্রোডাকশন। সিনেমাতে
সঙ্গীত পরিচালকের ভূমিকায় রয়েছেন রাণা মজুমদার। এছাড়াও মোহিত চৌহান, সুনিধি
চৌহান, কেকে ও অরিজিৎ সিংও এই সিনেমাতে
গান গেয়েছেন। এই সিনেমার
জন্য সুনীলকে অনুরাগ বাসু নিজে সাহায্য করেছেন।

0 comments: