Wednesday, 24 September 2014

আমিরের পিকে’র নকল করে এবার পোস্টারে ‘ফুদ্দু’!


আমির খানের আপকামিং সিনেমা 'পিকু'র নগ্ন পোস্টারের মোহ যেন কিছুতেই কাটছে না এই পোস্টারটি নিয়ে কম ঝক্কি পোহাতে হয়নি এই তারকাকেতবে এবার আমিরের নগ্ন পোজ নকল করে খবরে চলে এলো আরেক সিনেমা!
এ বছরই রূপোলি পর্দায় আসতে চলেছে ফিল্ম ফুদ্দুএই সিনেমার পরিচালনা করেছেন সুনীল সুব্রমণিয়মআর এই সিনেমার পোস্টার মুক্তি পেতেই নতুন করে গুঞ্জন শুরু হয়েছে বলিউডেএই সিনেমার ফার্স্টলুকে স্বাতির সঙ্গে সিনেমার মুখ্য অভিনেতা শুভমকেও দেখা গেছেতবে এখানেই শেষ নয়, গুঞ্জনের শুরু অন্য কারণে
কিন্তু বিষয় হল শুভমের শরীরে একটাও কাপড় নেইদেখা যাচ্ছে একটা ফুলের টব দিয়ে নিজের স্পর্শকাতর স্থান ঢেকে রেখেছেন তিনিফলে বুঝতে পারছেন শুভমের লুক একেবারেই আমির খানের পিকের সঙ্গে মিলে গেছেতফাৎ শুধু এটুকুই যে, শুভম রেডিওর বদলে টব ধরে রেখেছেনযদিও পোস্টারে পিকের পোস্টারের মতো হুবহু একটি রেডিও ব্যবহার করা হয়েছে
ফুদ্দুফিল্মের পরিচালক সুনীল এর আগেও অনুরাগ বাসুর অ্যাসিস্টেন্ট হিসেবে কাজ করেছেনএই সিনেমা মূলত একটি অ্যাডাল্ট কমেডি ফিল্মসিনেমার প্রযোজনা করেছে মহিলা প্রোডাকশনসিনেমাতে সঙ্গীত পরিচালকের ভূমিকায় রয়েছেন রাণা মজুমদারএছাড়াও মোহিত চৌহান, সুনিধি চৌহান, কেকে ও অরিজিৎ সিংও এই সিনেমাতে গান গেয়েছেনএই সিনেমার জন্য সুনীলকে অনুরাগ বাসু নিজে সাহায্য করেছেন

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: