Wednesday, 24 September 2014

শাহরুখের কারণেই খ্যাতি ও জনপ্রিয়তা যেসব বলিউড সুন্দরীদের!


কিং খানের সাথে পর্দায় একবার আসতে পারলেই বলিউডে পাকাপাকি স্থান করে নেয়া খুবই সহজ এমনটাই মনে করেন বলিউডের অনেকেইকথা একেবারে মিথ্যা নয়অতীত পর্যবেক্ষণ করলে ঠিক এমনটাই দেখা যায়বলিউডের প্রথম সারির অনেক নায়িকারই আগমন ঘটেছে শাহরুখের হাত ধরেইকী বলবেন? হালের আলোচনা-সমালোচনার কেন্দ্রে রয়েছেন যে দীপিকা কিংবা নবাব পরিবারের বঁধূ কারিনা, মিষ্টি মেয়ে প্রীতি অথবা সেনসেশনাল আনুশকাই বলেন, বলিউডে তাদের পদচারণায় প্রথম সাথী কিন্তু কিং খানইশাহরুখের সাথে বলিউড যাত্রা সূচনা করার পর আর পেছন ফিরে তাকাতে হয় নিআসুন জেনে নেয়া যাক সেই সব নায়িকাদের শাহরুখযাত্রা সম্পর্কে:


দীপিকা ও শাহরুখ, ওম শান্তি ওম

দীপিকা পাডুকোন:

বর্তমান বলিউডের সুপারহিট নায়িকা দীপিকা পাডুকোনের আগমন কাহিনী কি আপনাদের মনে আছে? হ্যাঁ, ওম শান্তি ওমএই সিনেমার মধ্য দিয়েই শাহরুখের হাত ধরে বলিউডে যাত্রা শুরু করেন দীপিকাতারপর আর পেছন ফিরে তাকাতে হয় নি একের পর এক হিট ছবির খ্যাতি তুলে নিয়েছেন নিজের ঝুলিতেশাহরুখের গত বছরের সুপারহিট ছবি চেন্নাই এক্সপ্রেস”-এ দীপিকার সাবলীল উপস্থিতির পর এ বছর আসছে হেপি নিউ ইয়ারদেখা যাক এবার দর্শকরা শাহরুখের বিপরীতে দীপিকাকে কিভাবে নেয়

আনুশকা ও শাহরুখ, রাব নে বানা দি জোড়ি

আনুশকা শর্মা:

বলিউডের সেনসেশনাল আনুশকার আগমনও শাহরুখের হাত ধরেই, রাব নে বানা দি জোড়ি সিনেমার মাধ্যমেবেশি বয়েসী শাহরুখের সাথে কম বয়েসী আনুশকার ঘটনাচক্রে বিয়ে তারপর ড্যান্স কিম্পটিশন ও শাহরুখ-আনুশকার প্রেম অপ্রেম দ্বন্দ্বসিনেমার গল্পটা চমৎকারদর্শক ভালো ভাবেই স্বাগত জানিয়েছিলো আনুশকাকেএরপর আনুশকার বলিউডে চলার পথ হয়ে ওঠে মসৃণ

কারিনা ও শাহরুখ, অশোকা

কারিনা কাপুর:

যদিও রিফিউজি সিনেমার মাধ্যমে কারিনা বলিউডে পা রাখেন, সাথে ছিলেন অভিষেক বচ্চনকিন্তু কারিনা প্রথম দর্শক নন্দিত হন শাহরুখের বিপরীতে অশোকা সিনেমায়তাই এটা ধরে নেয়া যায়, কারিনার উত্থানেও রয়েছেন কিং খান

প্রীতি জিনতা, দিল সে

প্রীতি জিনতা:

১৯৯৮ সালে প্রীতির প্রথম ছবি সোলজার মুক্তি পায়, বিপরীতে ববি দেউল কিন্তু তার আগে ঐ একই বছর শাহরুখের সাথে দিল সেসিনেমাতে একটা চমৎকার গানে দারুন নাচ আর স্বতঃস্ফূর্ত উপস্থিতি দর্শকদের মন কেড়ে নেয়এরপর কাল হো না হো, বীরযারা প্রভৃতি সিনেমায় শাহরুখের বিপরীতে দারুণ করেছেন প্রীতি
গায়ত্রী যোশি ও শাহরুখ, স্বদেশ

গায়ত্রী যোশি:

গায়ত্রী যোশি ছিলেন একজন মডেলশাহরুখের সাথে বিজ্ঞাপন করতে গিয়ে পরিচয়তারপর শাহরুখের বিপরীতে স্বদেশ সিনেমাতে অভিনয় করলেন ২০০৪ সালে একটি ছবি দিয়েই দর্শকদের মন কেড়ে নিলেনপরে আর তাকে সিনেমায় দেখা যায় নি তবে কিংখান সোনা চিনতে ভুল করেন নিস্বদেশ সিনেমায় গায়ত্রী ছাড়া আর কাউকে চিন্তাই করা যায় না গীতা চরিত্রে


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: