কিং খানের সাথে পর্দায় একবার আসতে পারলেই বলিউডে পাকাপাকি স্থান করে নেয়া খুবই সহজ এমনটাই মনে করেন বলিউডের অনেকেই। কথা একেবারে মিথ্যা নয়। অতীত পর্যবেক্ষণ করলে ঠিক এমনটাই দেখা যায়। বলিউডের প্রথম সারির অনেক নায়িকারই আগমন ঘটেছে শাহরুখের হাত ধরেই। কী বলবেন? হালের আলোচনা-সমালোচনার কেন্দ্রে রয়েছেন যে দীপিকা কিংবা নবাব পরিবারের বঁধূ কারিনা, মিষ্টি মেয়ে প্রীতি অথবা সেনসেশনাল আনুশকাই বলেন, বলিউডে তাদের পদচারণায় প্রথম সাথী কিন্তু কিং খানই। শাহরুখের সাথে বলিউড যাত্রা সূচনা করার পর আর পেছন ফিরে তাকাতে হয় নি। আসুন জেনে নেয়া যাক সেই সব নায়িকাদের শাহরুখযাত্রা সম্পর্কে:
দীপিকা ও শাহরুখ, ওম শান্তি ওম
১। দীপিকা পাডুকোন:
বর্তমান বলিউডের সুপারহিট নায়িকা দীপিকা পাডুকোনের আগমন কাহিনী কি আপনাদের মনে আছে? হ্যাঁ, ওম শান্তি ওম। এই সিনেমার মধ্য দিয়েই শাহরুখের হাত ধরে বলিউডে যাত্রা শুরু করেন দীপিকা। তারপর আর পেছন ফিরে তাকাতে হয় নি। একের পর এক হিট ছবির খ্যাতি তুলে নিয়েছেন নিজের ঝুলিতে। শাহরুখের গত বছরের সুপারহিট ছবি “চেন্নাই এক্সপ্রেস”-এ দীপিকার সাবলীল উপস্থিতির পর এ বছর আসছে হেপি নিউ ইয়ার। দেখা যাক এবার দর্শকরা শাহরুখের বিপরীতে দীপিকাকে কিভাবে নেয়।
আনুশকা ও শাহরুখ, রাব নে বানা দি জোড়ি
২। আনুশকা শর্মা:
বলিউডের সেনসেশনাল আনুশকার আগমনও শাহরুখের হাত ধরেই, রাব নে বানা দি জোড়ি সিনেমার মাধ্যমে। বেশি বয়েসী শাহরুখের সাথে কম বয়েসী আনুশকার ঘটনাচক্রে বিয়ে তারপর ড্যান্স কিম্পটিশন ও শাহরুখ-আনুশকার প্রেম অপ্রেম দ্বন্দ্ব। সিনেমার গল্পটা চমৎকার। দর্শক ভালো ভাবেই স্বাগত জানিয়েছিলো আনুশকাকে। এরপর আনুশকার বলিউডে চলার পথ হয়ে ওঠে মসৃণ।
কারিনা ও শাহরুখ, অশোকা
৩। কারিনা কাপুর:
যদিও রিফিউজি সিনেমার মাধ্যমে কারিনা বলিউডে পা রাখেন, সাথে ছিলেন অভিষেক বচ্চন। কিন্তু কারিনা প্রথম দর্শক নন্দিত হন শাহরুখের বিপরীতে অশোকা সিনেমায়। তাই এটা ধরে নেয়া যায়, কারিনার উত্থানেও রয়েছেন কিং খান।
প্রীতি জিনতা, দিল সে
৪। প্রীতি জিনতা:
১৯৯৮ সালে প্রীতির প্রথম ছবি সোলজার মুক্তি পায়, বিপরীতে ববি দেউল। কিন্তু তার আগে ঐ একই বছর শাহরুখের সাথে ‘দিল সে’ সিনেমাতে একটা চমৎকার গানে দারুন নাচ আর স্বতঃস্ফূর্ত উপস্থিতি দর্শকদের মন কেড়ে নেয়। এরপর কাল হো না হো, বীরযারা প্রভৃতি সিনেমায় শাহরুখের বিপরীতে দারুণ করেছেন প্রীতি।
গায়ত্রী যোশি ও শাহরুখ, স্বদেশ






0 comments: