Thursday, 25 September 2014

কোথায় আছেন, কেমন আছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী শাকিলা জাফর?


দীর্ঘদিন ধরে মিডিয়া থেকে আড়ালে রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শাকিলা জাফরসর্বশেষ তাকে ২০১২ সালে শাকিলা জাফরের সর্বশেষ একক অ্যালবাম 'লাবণ্যে পূর্ণপ্রাণ' প্রকাশিত হয়রবীন্দ্রসঙ্গীতের এ অ্যালবামটি শ্রোতামহলে বেশ প্রশংসিত হয়েছিলতবে বর্তমানে তাকে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা টিভি অনুষ্ঠানে দেখা যাচ্ছে নাপাশাপাশি অডিও অ্যালবাম এবং প্লেব্যাক থেকেও দূরে সরে রয়েছেন তিনিএর আগে নতুন গান প্রকাশ না করলেও ঈদের বিশেষ অনুষ্ঠানগুলোয় উপস্থিত থাকতেন তিনি
তবে আসন্ন ঈদ উপলক্ষে এ পর্যন্ত তাকে নিয়ে কোনো অনুষ্ঠানই নির্মিত হয়নি এ বিষয়ে তার সঙ্গে বার বার যোগাযোগ করার চেষ্টা করেও মোবাইলফোন বন্ধ পাওয়া যায়বিশেষ সূত্রে জানা গেছে, বর্তমানে তিনি ব্যক্তিগত কাজ নিয়েই ব্যস্ত আছেনবিভিন্ন কারণে মিড়িয়াকে কিছুটা এড়িয়ে চলছেন শাকিলাএদিকে বেশ কিছুদিন আগে তিনি ঘোষণা দিয়েছিলেন, মোবাইলফোন কিংবা অনলাইনে নিয়মিত নতুন গান প্রকাশ করবেন
খোঁজ নিয়ে জানা গেছে, এ বিষয়েও তার কোনো অগ্রগতি নেইএ ছাড়া দীর্ঘদিন ধরে শাকিলা জাফর দুটি অ্যালবামের কাজ করছেনএগুলো হলো-সুবীর নন্দীর সুর-সঙ্গীতে একটি একক এবং নকিব খানের সঙ্গে দ্বৈত অ্যালবামতবে দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত অ্যালবাম দুটির কাজ শেষ করতে পারেননি তিনি
এ প্রসঙ্গে কিছুদিন আগে শাকিলা জাফর সংবাদমাধ্যমকে বলেছিলেন, 'আমাদের ব্যস্ততার কারণেই মূলত অ্যালবাম দুটির কাজ থমকে গেছেসুবীর দা কিংবা নকিব ভাইকে যথাযথ সময়ে পাচ্ছি নাআমি ফ্রি থাকলে উনারা ব্যস্ত থাকেনমূলত এভাবেই এর কাজ পিছিয়ে যাচ্ছেতবে সুবীর দার সঙ্গে আমার একক অ্যালবামের কাজ প্রায় শেষের পথেআর সপ্তাহখানেক টানা কাজ করলেই অ্যালবামটি দ্রুত বাজারে আনা সম্ভব হবেকিন্তু দুঃখের বিষয়, সুবীর দার সঙ্গে আমার সিডিউলটাই মিলছে না
অন্যদিকে, নকিব খানের সঙ্গে আমার দ্বৈত অ্যালবামের কাজটিও ধীরগতিতে এগোচ্ছেতবে দুটি অ্যালবামই চলতি বছরের মধ্যে প্রকাশ করতে চেষ্টা করব' সময় তিনি ক্ষোভের সঙ্গে আরো বলেছিলেন, 'প্রকৃতপক্ষে বর্তমান সময়ে অ্যালবাম করে কোনো লাভ নেইঅডিওবাজারে মন্দা ও পাইরেসির কারণে প্রযোজনা সংস্থাসহ শিল্পীদের ব্যাপক ক্ষতির মুখোমুখি হতে হচ্ছেএ কারণে সঙ্গীতাঙ্গনের অনেক শিল্পীই ইতোমধ্যে অডিও অ্যালবাম থেকে মুখ ফিরিয়ে নিয়েছেনতাই আমার মন থেকেও অ্যালবাম প্রকাশের জোরটা আগের মতো আর আসে না'
তবে কি এ কারণেই শাকিলা জাফর অ্যালবামের কাজ এগিয়ে নিচ্ছেন না? হয়তো বা তাই-ই সত্য হবেতা না হলে তিনি কেনই-বা মিড়িয়া থেকে আড়ালে থাকতে চেষ্টা করবেন! তবে ভক্তদের প্রত্যাশা এই দূরত্ব যেন বেশী দিনস্থায়ী না হয়

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: