Thursday, 25 September 2014

"সবার দোয়ায় সংসার ভালো যাচ্ছে"


কদিন আগেই দারুণ গুঞ্জন ছড়িয়ে পড়ল যে স্বামীকে ভুলে আবারও পরকীয়ায় মত্ত হয়েছেন প্রভাযদিও বিয়ের আগে বলেছিলেন সংসারই হবে তাঁর সব, কিন্তু এখন আবার ব্যস্ত হয়ে পড়েছেন পর্দা নিয়েএক সহকর্মীর সাথে চুটিয়ে নাকি প্রেমও করছেন সংসারের আলাপ ও কাজের কথা নিয়ে সম্প্রতি প্রভা মুখোমুখি হয়েছেন একটি জনপ্রিয় দৈনিকেরপাঠকের জন্য সাক্ষাৎকারটি পরিবেশন করা হলো হুবহু
বর্তমান ব্যস্ততা কী নিয়ে?
-আসন্ন কোরবানির ঈদের কাজ নিয়ে প্রচণ্ড ব্যস্ত আছিপ্রতিদিনই নাটকের শুটিং করতে হচ্ছেতার ওপর আবার সারাদিন বৃষ্টিসব মিলিয়ে একটু কষ্টে সময় যাচ্ছেভালো কাজের জন্য সব কষ্ট মেনে নিতে রাজি আছি
এসব নাটক থেকে কেমন রেসপন্স আশা করছেন?
-আশাকরি, রোজার ঈদের মতো এবারও ভালো সাড়া পাবআমি বরাবরই ভক্তদের কাছ থেকে অনেক সাড়া পাইদর্শকদের ভালোবাসাতেই তো এতদূর এগিয়ে আসতে পেরেছিতাদের ভালোবাসাই আমার চালিকাশক্তি
ধারাবাহিক নাটকের খবর কী?
-আমার অভিনীত ধারাবাহিক আনন্দময় আমদপুর’, ‘জনক’, ‘জীবন থেকে নেওয়া এই শহরের গল্প’, ‘দহননাটক প্রচার হচ্ছেএছাড়া হল্লা বাজি’, ‘শূন্য থেকে শুরুধারাবাহিক নাটকের শুটিং চলছে
আপনাকে এখন বিজ্ঞাপনে দেখা যাচ্ছে না কেন?
-আমার শুরুটা বিজ্ঞাপন দিয়েআর বিজ্ঞাপনে দ্রুত দর্শক সাড়াও পাওয়া যায়সে ক্ষেত্রে পণ্যটি অবশ্যই ভালো হতে হবেতাই ভালো পণ্যের প্রস্তাব পেলে অবশ্যই বিজ্ঞাপনে কাজ করব
চলচ্চিত্রে অভিনয়ের খবর কী?
-বড় পর্দায় অভিনয় তো করতে চাই তবে এখানে বুঝে-শুনে অভিনয়ের সিদ্ধান্ত নিতে হয়নিজেকে তৈরি করছি ছবির জন্যঅনেক প্রস্তাবও পাচ্ছিনিজের পছন্দের মতো ভালো চরিত্র পেলে অভিনয় শুরু করব
সংসার জীবন কেমন যাচ্ছে?
-ইনশাআল্লাহ ভালো যাচ্ছেসবার দোয়ায় আমাদের দুজনের ঘরে শান্তি আছেআমার স্বামী (শান্ত) আমাকে সবসময় সব বিষয়ে সাহায্য করেআমার সাফল্যের পেছনে ওর অবদান অনেক বেশি

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: