Thursday, 25 September 2014

প্রথম যৌন অভিজ্ঞতার কথা খোলাখুলি জানিয়ে সমালোচিত রণবীর সিং!


সম্প্রতি ফিল্মি বিটকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা রণবীর সিং জীবনের প্রথম যৌন মিলনের অভিজ্ঞতা জানালেন নিঃসঙ্কোচেইতবে তা জানিয়েই পড়ে গেলে তীব্র সমালোচনার মুখেপ্রথমত তাঁর ভাষ্য অনুযায়ী সেইসময়ে তাঁর বয়স ছিল মাত্র ১২ আর দ্বিতীয়ত এই যে, বলিউডের কোন নায়ক এর আগে এমনভাবে নিজের যৌন অভিজ্ঞতার কথা বয়ান করেন নি
রণবীরকে যখন জিজ্ঞাসা করা হয় কত বছর বয়সে নিজের কুমারত্ব হারিয়েছেন তিনি, তখন রণবীরের জবাব, 'আমার যখন ১২ বছর বয়স, তখনই 'ভার্জিনিটি' খুইয়েছিলামআমি তখন স্কুলে পড়িআমার বন্ধুরাও তখন সবে মাত্র ১২ বছরের ভালবাসা, কাম বা অন্য এমন কিছুর জন্য আমি তখন যৌন মিলন করিনিশুধু কৌতূহলবশত করেছিললাম'
যে মেয়ের সঙ্গে যৌন সহবাস করেছিলেন রণবীর সে তাঁর সহপাঠী ছিল নাবরং রণবীরের থেকে নাকি বয়সে বড় ছিলএরপর হাসতে হাসতে রণবীরের জবাব, 'সেই অভিজ্ঞতার পর থেকেই বন্ধুমহলে সেক্সগুরু হয়ে গিয়েছিলামবন্ধুদের রীতিমতো প্রশিক্ষণ দিতামআমি গিয়ে শেষ বেঞ্চে বসতামআর আমাকে ঘিরে সবাই ভিড় করত'
রণবীর বলেন, 'আমার বন্ধুদের মায়েরা আমাকে একদম পছন্দ করতেন নাবলতেন পচা আপেলতারা ভাবতেন আমি তাদের ছেলেমেয়েদের খারাপ করে দিচ্ছি'
যতই রসিকতা করুক না রণবীর, বলিউডেও কিন্তু তাঁকে পচা আপেল ভাবতে শুরু করেছে লোকে!

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: