Saturday, 19 July 2014

৩২ পূর্ণ করলেন প্রিয়াঙ্কা

বিশ্বসুন্দরীর খেতাব, বলিউডের এক নম্বর আসন, জাতীয় পুরস্কার, আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডের মুখ, নিজের গান রিলিজ। তিরিশ পেরোতে না পেরোতেই বসাফল্যের শিখরে পৌঁছেছেন তিনি। আজ ৩২ পূর্ন করলেন প্রিয়াঙ্কা চোপড়া।

এই মুহূর্তে বলিউডের সবথেকে ভার্সাটাইল অভিনেত্রী হয়তো তিনিই। অগ্নিপথ, গুন্ডের মতো একেবারেই বলিউডি মশালা ছবির পাশাপাশি ফ্যাশন, সাত খুন মাফের মতো ছবি করার কৃতিত্ব রয়েছে তাঁর ঝুলিতে। বরফি ছবির ঝাঁকড়া চুলের অটিস্টিক ঝিলমিল বা দৃঢ়প্রত্যয়ী মেরি কমের চরিত্র, প্রিয়াঙ্কা বারবারই প্রমাণ করছেন কেন তিনিই সেরা। মাত্র ১৮ বছর বয়সে মিস ওয়ার্ল্ডের খেতাব জেতার পর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। ২০০৩ সালে দ্য হিরো: লভ স্টোরি অফ আ স্পাই দিয়ে বলিউডে আত্মপ্রকাশ। আর এক দশক পর আজ তিনি বলিউডের দেশি গার্ল। সকলের আদরের পিগি চপস।

আগামী ছবি মেরি কমের প্রথম ঝলকেই দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। ৫ সেপ্টেম্বর ছবির মুক্তির অধীর অপেক্ষায় রয়েছে দর্শক। জন্মদিনে রইল অনেক শুভেচ্ছা।

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: