আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হবার মাধ্যমে মিডিয়া অঙ্গনে পা রাখেন। কিন্তু শুরুর সময়টা বোধ হয় ভুলেই যেতে চাইবেন তিনি! কারণ প্রতিযোগিতায় জয়ী হবার পরে হাতে কোন কাজ ছিলোনা এই লাক্স-তারকার! এতটাই খারাপ অবস্থায় পড়েন তিনি যে, সেই প্রতিযোগিতা থেকে পুরস্কার হিসেবে পাওয়া গাড়িটাও এক পর্যায়ে বিক্রি করতে হয় তাকে।
ক্যারিয়ারের শুরু থেকেই নানা বিতর্কে জড়িয়ে পড়েন মেহজাবিন। নির্মাতাদের ঠিকমতো শিডিউল না দেওয়া। কথা ও কাজে মিল না থাকায় পরিচালকরা তাকে নিয়ে কাজ করার আগ্রহ হারিয়ে ফেলেন। এছাড়াও মডেল হিসেবে খ্যাত মেহজাবিন নিজেকে অভিনয়ে মেলে ধরতে পুরোপুরি ভাবেই বিফল হন।
কারণে-অকারণে অজুহাত দিতে তুলনাহীন মেহজাবিন। ক্যারিয়ারের শুরু থেকেই সংবাদ মাধ্যমের কাছে থেকে নিজেকে সবসময় আড়াল করে রেখেছেন তিনি। সাংবাদিকরা তার কাজ কিংবা কোন তথ্যর জন্য ফোন করলে নিয়মিত ভাবে দেখিয়েছেন পরীক্ষার অজুহাত! তবে মেহজাবিন কী পড়েন? কোন বিষয়ে পড়েন? কবেই বা তার এই তথাকথিতও পরীক্ষা শেষ হবে উত্তর খুজে পাওয়া যায়নি তাঁর।
হাওয়া থেকে পাওয়া খবরে জানা গেছে, দীর্ঘদিন ধরে এক তরুন নির্মাতার সাথে প্রেম করছেন মেহজাবিন চৌধুরী। আর সেই নির্মাতার হাত ধরেই নাকি বর্তমানে ক্যারিয়ারের সুসময় পার করছেন তিনি।
চলতি বছরের শুরুর দিকেই আরেক আলোচিত মডেল-উপস্থাপিকা ফারিয়া শবনম-এ সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন তিনি। মূলত একটা ছবি ফেসবুকে শেয়ার করাকে ক্রেন্দ্র করে এই দ্বন্দ্বের সূত্রপাত। সে সময় দুজনের কাদা ছোঁড়াছুড়ি মূলক স্ট্যাটাস অবাক হয়ে দেখেছে মিডিয়া অঙ্গন।
মেহজাবিন ও ফারিয়ার এমন নোংরা স্ট্যাটাস প্রসঙ্গে এক সিনিয়র বিনোদন সাংবাদিক মন্তব্য করেন, "একজন হলেন বেকুব, অন্যজন বেয়াদব। এমন মানসিকতা নিয়ে মিডিয়াতে কাজ করা যায়না।" অবশেষে ফারিয়া তাঁর ফেসবুকে নিজেই যুদ্ধ বিরতির ঘোষণা দেন। জানা যায়, সেই দ্বন্দ্ব নিরসনেও মেহজাবিনের প্রেমিক সেই নির্মাতার হাত রয়েছে।
বর্তমানে লাক্সতারকা মেহজাবিন নিয়মিতভাবে বিজ্ঞাপন ও অভিনয় করছেন। তাঁর উল্লেখযোগ্য বিজ্ঞাপন গুলোর মধ্য রয়েছে বাংলালিংক, লাক্স, এলিট গোল্ড মেহেদী ও রানী গুঁড়ো মসলা ।
এছাড়াও বড় পর্দায় তিনি ‘পরবাসিনী' ও 'ডুবোশহর' নামের দুটি সিনেমাতে অভিনয় করেছেন। তবে ছবি দুটি এখনো মুক্তি পায়নি। মিষ্টি মেয়ে মেহজাবিন তাঁর সুন্দর চেহারা দিয়ে জয় করে নিয়েছেন লাখো মানুষের হৃদয়। সব বিতর্কের অবসান ঘটিয়ে তিনি অভিনয়ে মনোযোগী হবেন। দেশের মিডিয়া শিল্পকে সমৃদ্ধ করবেন তাঁর অভিনয় দিয়ে এটাই সবার প্রত্যাশা ।

0 comments: