Saturday, 19 July 2014

বলিউডে আসছেন আরেক বাঙালি ললনা

বিপাশা বসুর মতো অনেক বাঙালিই বলিউডে ঢুকে আগুন জ্বালিয়েছেন পুরুষের মনে। তবে এবার সেই লিস্টে অপর এক বাঙালি ললনার নাম যোগ হতে যাচ্ছে। বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করার পর প্রোমিতা বণিক এবার বলিউডে পা রাখার জন্য একেবারেই তৈরি। নিজেকে প্রমাণ করতে হট ফটোশ্যুটও করিয়েছেন তিনি।  প্রোমিতার এই ছবিগুলি এতটাই আকর্ষক যা দেখে বোঝাই যাচ্ছে যৌনদৃশ্যে অভিনয় করতে তার কোন আপত্তি নেই। ইতিমধ্যে বাংলা ধারাবাহিকেও কাজ করেছেন প্রোমিতা। তবে ডেইলিসোপের পর এবার তিনি এমন কিছু করতে চান যাতে অনেক বেশি কিছু শেখা যায়।  বলিউডে এখন যৌনতার ছোঁয়া চারদিকে। তাই এই ফটোশ্যুট যে পরিচালক প্রযোজককে আকর্ষণ করতে সেটা বোঝাই যাচ্ছে। যদিও নিজের ফেসবুক অ্যাকাউন্টেও ছবিগুলি আপলোড করেছেন তিনি। তবে এবার এটাই দেখার বলিউডে নতুন কি কামাল দেখাতে পারেন প্রোমিতা।

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: