Friday, 2 May 2014

হৃতিক-সুজান বিয়ে বিচ্ছেদের কয়েকটি কারণ



বলিউডের প্রেমিক যুগল হিসেবে পরিচিত হৃতিক রোশন ও সুজান দম্পতির বিয়ে বিচ্ছেদের ঘটনায় বহু মানুষই অবাক হনতাদের এ বিচ্ছেদের কারণ এখনও অনেকের কাছে পরিষ্কার নয়মুম্বাইয়ের বান্দ্রায় পারিবারিক আদালতে তারা দুজনে বিয়ে বিচ্ছেদের আবেদনে করেছিলেন
এর আগে গত বছর তারা অগণিত ভক্তদের হৃদয় ভেঙে দিয়ে বিচ্ছেদের ঘোষণা দেনহৃতিকের কৃশ থ্রি সিনেমার সাফল্যের পর ঘোষণা করা হয়, তারা আলাদা থাকছেনতাদের বিচ্ছেদের আবেদনের আগামী শুনানি রয়েছে ৩১ অক্টোবর তারিখেসে সময়েই তাদের বিচ্ছেদ গৃহীত হবে বলে ধারণা করা হচ্ছে
তাদের বিয়ে বিচ্ছেদের একটি কারণ হিসেবে জানা গেছে, সুজানের ড্রাগসংক্রান্ত ইতিহাসসাহারা সময় এ প্রকাশিত একটি রিপোর্ট অনুসারে এ জুটির বিচ্ছেদের কারণ ড্রাগতাদের পরিবারের ঘনিষ্ঠ বন্ধুরা এ জুটিকে আবার ফেরত আনতে চেষ্টা করলেও তারা এতে ব্যর্থ হন
এ ছাড়াও রিপোর্টে উল্লেখ করা হয়, সুজান হৃতিকের কার্যকলাপে একঘেয়ে হয়ে গিয়েছিলেনকারণ তিনি শুধু তার ক্যারিয়ারের দিকেই মনোযোগী ছিলেনসুজান পরিবারিক জীবনে বঞ্চনার শিকার হন এবং তাকে নানা পার্টিতে একাই যেতে হয়এসব কারণে এ জুটির ঘনিষ্ঠদের কাছে ডিভোর্সের ঘটনাটি কোনো আশ্চর্য বিষয় ছিল না
হৃতিক ও সুজান বাল্যকালের বন্ধুপরে তারা বিয়ে করেনতাদের ১৩তম বিবাহবার্ষিকীর আগে হৃতিক ঘোষণা করেন, সুজান তাদের ১৭ বছরের দীর্ঘ সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছেনএ বিচ্ছেদের প্রথম কারণ হিসেবে উঠে এসেছে হৃতিকের নাম গুজব রয়েছে, হৃতিক কাইটস-এ তার সহশিল্পী বারবারা মনির সঙ্গে রোমান্টিক সম্পর্কে জড়িতএ সময় সুজান তার বাবা-মায়ের বাড়িতে চলে যানতবে কিছুদিন পরে তিনি আবার ফিরে আসেনএর আগে গুজব রটেছিল হৃতিক তার সহশিল্পী কারিনা কাপুরের সঙ্গে রোমান্টিক সম্পর্কে জড়িত
হৃতিকের যেখানে বহু নায়িকার সঙ্গে সম্পর্কের গুজব ছিল, তেমনি সুজানেরও ছিল অনুরূপ গুজবজানা যায়, বলিউডের অভিনেতা অর্জুন রামপালের সঙ্গে সম্পর্ক রয়েছে সুজানেরতবে এ অভিযোগ অস্বীকার করেন দুজনইতারা জানায় যে, তারা পরস্পরের ভালো বন্ধু জুটির উভয়েরই ভালো বন্ধু হিসেবে পরিচিত অর্জুন
হৃতিক ও সুজানে উভয়েরই অন্য মানুষের সঙ্গে সম্পর্ক রয়েছে, এমন অভিযোগ থাকলেও তাদের বিচ্ছেদের আরেকটি কারণ হিসেবে উঠে এসেছে হৃতিকের মায়ের নামজানা যায়, হৃতিকের মা পিংকি রোশন সুজানকে ভালো চোখে দেখতেন নাতারা একে অন্যের প্রতি বিরক্ত হয়ে উঠেছিলেন



SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: