Friday, 2 May 2014

কারিনার পুরানো প্রেমে টান পড়ে.........



সদ্য সমাপ্ত আইআইফার ১৫তম আসর উপস্থাপনার দায়িত্বে ছিলেন বলিউডের দুই অভিনেতা শহিদ কাপুর ও ফারহান আখতার। অনুষ্ঠানে পুরস্কার প্রদানের জন্য স্বামী সাইফ আলী খানের সঙ্গে মঞ্চে ওঠেন কারিনা। সে সময় মঞ্চের একপাশে দাঁড়িয়ে ছিলেন শহিদ ও ফারহান। হঠাত্ করেই শহিদকে উদ্দেশ করে 'হাই' বলেন কারিনা। ঘটনার আকস্মিকতায় নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না শহিদ। প্রচণ্ড হকচকিয়ে গেলেও তা প্রকাশ না করে শহিদও শান্ত সুরে কারিনাকে 'হাই' বলেন। কুশল বিনিময়ের পর শহিদ ও ফারহানের প্রশংসাও করেন 'হিরোইন' তারকা কারিনা। তিনি বলেন, 'দারুণ উপস্থাপনা করছেন ফারহান ও শহিদ।' তখন শহিদের দিকে তাকিয়ে মিষ্টি হাসি উপহার দিয়ে কারিনার প্রশংসা-বাক্যের প্রতি নিজের সমর্থন জানান পতৌদির নবাব ও বলিউডের অভিনেতা সাইফ আলী খানও।

সাইফ ও কারিনা যতক্ষণ মঞ্চে ছিলেন, ততক্ষণ নিজের বিস্ময় আড়াল করে রাখলেও, তারা মঞ্চ থেকে নেমে যাওয়ার পর একটু ধাতস্থ হন শহিদ। কারিনার মুখ থেকে সত্যি সত্যিই 'হাই' শব্দটি শুনেছেন কি না, তা ঠিক নিশ্চিত হতে পারছিলেন না শহিদ। এ জন্য তিনি ফারহানকে জিজ্ঞেস করে বসেন, 'কারিনা কি সত্যিই আমাকে 'হাই' বলেছিল?

ঘটনাটি ঘটে এবারের ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ড ২০১৪ আসরে ২৬ এপ্রিল।

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: