Friday, 2 May 2014

বিবারের ফোনে অন্য নারীর মেসেজ, ছবি পেয়েছিলেন সেলেনা



সেলেনা প্রচণ্ড রেগে গিয়েছিলেন যখন প্রেমিক বিবারের ফোনে রিয়ালিটি শো তারকা কাইলি জেনারের টেক্সট মেসেজ ও ছবি পেয়েছিলেন২১ বছরের সেলেনা বিবারের সাথে সম্পর্ক নিয়ে নানা ঝামেলায় পড়েনযখন সেলেনা বুঝতে পারেন বিবারকে জেনার মেসেজ পাঠায়, ছবি পাঠায় তখন জেনারের সাথেও তিনি বন্ধুত্ব শেষ করে ফেলেনএই ঘটনার পর থেকে সেলেনা জেনার ও তার বোনের সাথে নায়ু যুদ্ধে লড়ে যাচ্ছিলেন কিন্তু সেলেনা এখন কাইলি ও তার বোন কেন্ডালের বিষয়ে নীরবতা পালন করছেন
যাই হোক এই ঘটনা শুধু জেনার বোন দ্বয়ের নিয়েই নয় বরঞ্চ এর পেছনে বিবারের বিষয়টি সুস্পষ্ট কাজ করছেসেলানার বিবারের প্রতি ভালোবাসার বদলে হিংস্রতাই কাজ করছেতাই তারা একসঙ্গে চলছেন না

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: