Sunday, 27 April 2014

ফের সন্তান সম্ভবা ঐশ্বর্য?



ফের মা হতে চলেছেন ঐশ্বর্য রাই বচ্চন? টিনসেল টাউনের বাতাসে ভাসছে এমন বার্তাই
সম্প্রতি সাত বছর পূর্ণ হলো ঐশ্বর্য-অভিষেকের দাম্পত্যেরকন্যা আরাধ্যাকে নিয়ে বচ্চন পরিবারের হাশিখুশি ছবিই চিত্র সাংবাদিকদের লেন্সে ধরা পড়েছে বারবার তবে শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে বউমা ঐশ্বর্যের মনোমালিন্যের খবরও পাওয়া যায় মাঝেমধ্যেইএ অবস্থায় বচ্চন পরিবারে কি আসতে চলেছে নতুন অতিথি? মুম্বইয়ের সিনেমাপাড়ায় এই গুঞ্জন এখন সর্বত্র
গুঞ্জনের উৎস্য মুম্বাইয়ে লোকসভা নির্বাচনের দিনসেদিন ভোট দিয়ে বেরিয়ে ভোটের কালি লাগা আঙুল দেখিয়ে ক্যামেরার সামনে পোজ দেন অ্যাশ-অভিসেই ছবিতে স্পষ্ট, আবার বেশ কয়েক কিলো ওজন বেড়েছে ঐশ্বর্যরতাঁর এই 'ফ্যাবি' চেহারাই ফের সন্তানসম্ভাবনার ইঙ্গিত বলে গুঞ্জন ছড়িয়েছেবচ্চন পরিবারের তরফে অবশ্য এ বিষয়ে এখনো কেউ মুখ খোলেননিএর আগে আরাধ্যার জন্মের সময়ও অতিরিক্ত ওজন বাড়িয়ে খবরে এসেছিলেন একদা বিশ্ব সুন্দরী ঐশ্বর্য

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: