ফের মা হতে চলেছেন ঐশ্বর্য রাই বচ্চন? টিনসেল
টাউনের বাতাসে ভাসছে এমন বার্তাই।
সম্প্রতি সাত বছর পূর্ণ হলো ঐশ্বর্য-অভিষেকের দাম্পত্যের। কন্যা আরাধ্যাকে নিয়ে বচ্চন পরিবারের হাশিখুশি ছবিই চিত্র সাংবাদিকদের লেন্সে ধরা পড়েছে বারবার। তবে শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে বউমা ঐশ্বর্যের মনোমালিন্যের খবরও পাওয়া যায় মাঝেমধ্যেই। এ অবস্থায় বচ্চন পরিবারে কি আসতে চলেছে নতুন অতিথি? মুম্বইয়ের সিনেমাপাড়ায় এই গুঞ্জন এখন সর্বত্র।
গুঞ্জনের উৎস্য মুম্বাইয়ে লোকসভা নির্বাচনের দিন। সেদিন ভোট দিয়ে বেরিয়ে ভোটের কালি লাগা আঙুল দেখিয়ে ক্যামেরার সামনে পোজ দেন অ্যাশ-অভি। সেই ছবিতে স্পষ্ট, আবার বেশ কয়েক কিলো ওজন বেড়েছে ঐশ্বর্যর। তাঁর এই 'ফ্যাবি' চেহারাই ফের সন্তানসম্ভাবনার ইঙ্গিত বলে গুঞ্জন ছড়িয়েছে। বচ্চন পরিবারের তরফে অবশ্য এ বিষয়ে এখনো কেউ মুখ খোলেননি। এর আগে আরাধ্যার জন্মের সময়ও অতিরিক্ত ওজন বাড়িয়ে খবরে এসেছিলেন একদা বিশ্ব সুন্দরী ঐশ্বর্য।
সম্প্রতি সাত বছর পূর্ণ হলো ঐশ্বর্য-অভিষেকের দাম্পত্যের। কন্যা আরাধ্যাকে নিয়ে বচ্চন পরিবারের হাশিখুশি ছবিই চিত্র সাংবাদিকদের লেন্সে ধরা পড়েছে বারবার। তবে শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে বউমা ঐশ্বর্যের মনোমালিন্যের খবরও পাওয়া যায় মাঝেমধ্যেই। এ অবস্থায় বচ্চন পরিবারে কি আসতে চলেছে নতুন অতিথি? মুম্বইয়ের সিনেমাপাড়ায় এই গুঞ্জন এখন সর্বত্র।
গুঞ্জনের উৎস্য মুম্বাইয়ে লোকসভা নির্বাচনের দিন। সেদিন ভোট দিয়ে বেরিয়ে ভোটের কালি লাগা আঙুল দেখিয়ে ক্যামেরার সামনে পোজ দেন অ্যাশ-অভি। সেই ছবিতে স্পষ্ট, আবার বেশ কয়েক কিলো ওজন বেড়েছে ঐশ্বর্যর। তাঁর এই 'ফ্যাবি' চেহারাই ফের সন্তানসম্ভাবনার ইঙ্গিত বলে গুঞ্জন ছড়িয়েছে। বচ্চন পরিবারের তরফে অবশ্য এ বিষয়ে এখনো কেউ মুখ খোলেননি। এর আগে আরাধ্যার জন্মের সময়ও অতিরিক্ত ওজন বাড়িয়ে খবরে এসেছিলেন একদা বিশ্ব সুন্দরী ঐশ্বর্য।

0 comments: