Sunday, 27 April 2014

শ্রীদেবীর কন্যা ও শাহরুখ পুত্রের প্রেম কাহিনী!



একজনের বাবা বলিউড বাদশা, আরেকজনের মা রূপ কি রানিতাদের ছেলেমেয়ে যে একেবারেই তৈরি হয়েই বলিউডে নামবে আর সুপারস্টার হবে সে তো জানা কথাতবে নতুন খবর হল, শাহরুখ খানের ছেলে আরিয়ান আর শ্রীদেবীর মেয়ে জাহ্নবি জুটি বেঁধে একসঙ্গে করতে চলেছেন রোমান্সছবিতেতাও যেমন তেমন ছবি নয়, ইউটিভির ব্যানারে তৈরি হতে চলা আশিকি থ্রিছবির মধ্যে দিয়েই আত্মপ্রকাশ করতে চলেছে এই দুই স্টার পুত্র-কন্যা!

জানা গিয়েছে,আপাতত এই দুই স্টার পুত্র কন্যাকেই রাজি করতে কালঘাম ঝরাচ্ছেন পরিচালক মোহিত সুরিআশিকি টু’-এর অসামান্য সাফল্যের পর মোহিত এখন ব্যস্ত আশিকি থ্রিয়ের চিত্রনাট্য নিয়েআর এবার শুধু চিত্রনাট্য দিয়ে নয়, মোহিত চমক দিতে চান ছবির জুটি দিয়েওতাই শাহরুখ পুত্র আরিয়ান আর শ্রীদেবী-বনি কাপুরের কন্যা জাহ্নবিকে ছবিতে রাজি করানোর জন্য ভীষণ চেষ্টা করছেন মোহিত

তবে অন্যদিকে আশিকি থ্রিকরবেন কিনা তা নিয়ে আরিয়ান-জাহ্নবি পুরো সিদ্ধান্তটাই ছেড়েছেন বাবা শাহরুখ ও মা শ্রীদেবীর হাতেজানা গিয়েছে দুই স্টারই চিত্রনাট্য পড়ে তারপরই নিজেদের ছেলেমেয়েদের সই করতে দেবেন আশিকি থ্রিতে

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: