Sunday, 27 April 2014

আসিফের ‘অপ্রত্যাশিত’ প্রাপ্তি

মেরিল-প্রথম আলো তারকা জরিপ পুরস্কার ২০১৩-তে সেরা সংগীতশিল্পী হিসেবে নির্বাচিত হয়ে রীতিমতো হতবাক হয়ে গেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর বিষয়টি তাঁর কাছে পুরোপুরি অপ্রত্যাশিত বলেই জানিয়েছেন তিনি

প্রসঙ্গে আসিফ বলেন, ‘নানা প্রতিবন্ধকতার কারণে আমি গান থেকে দূরে সরে গিয়েছিলাম৪২ মাস পর ‘‘এক্সপ্রেম’’ অ্যালবামের মধ্য দিয়ে আবারও গানের জগতে ফিরে আসিআমার এই ফিরে আসাটাকে ভক্ত ও শ্রোতারা দারুণভাবে স্বাগত জানিয়েছেনতাঁরা আমাকে মেরিল-প্রথম আলো তারকা জরিপ পুরস্কার ২০১৩-তে সেরা সংগীতশিল্পী হিসেবে নির্বাচিত করেছেনআমি ধারণাও করতে পারিনি এবারের মেরিল-প্রথম আলো পুরস্কারে সেরা সংগীতশিল্পী নির্বাচিত হবভেবেছিলাম ‘‘আমি নিঃস্ব হয়ে যাব’’ গানটির জন্য চন্দন সিনহা হয়তো সেরা গায়ক হবেন

আসিফ আরও বলেন, ‘মেরিল-প্রথম আলো পুরস্কারটি আমার জন্য নতুন কিছু নয়এর আগেও বেশ কয়েকবার আমি এই পুরস্কার পেয়েছিভক্ত-শ্রোতাদের অবিরাম ভালোবাসায় আমি বরাবরের মতো এবারও মুগ্ধ


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: