বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা তার
অভিনয় দিয়ে ইতোমধ্যেই দর্শকের মন জয় করে নিয়েছেন। তিনি বলিউডের আরেক অভিনেত্রী
ক্যাটরিনা কাইফ সম্পর্কে তার নিজস্ব ভাবনা ব্যক্ত করেন।
বলিউডের এই দুই জনপ্রিয় অভিনেত্রী ২০১২ সালের
হিট সিনেমা ‘যাব তাক হ্যায় জান’ এ একসঙ্গে অভিনয় করেন। যখন আনুশকা শর্মা ও রণবীর
কাপুর তাদের নতুন সিনেমা ‘বম্বে ভেলভেট’ এর শুটিং করতে শ্রীলংকায় যান, তখন রণবীরের
সঙ্গে দেখা করতে ক্যাটরিনাও শ্রীলংকায় গিয়েছিলেন। সেখানে আনুশকা ও ক্যাটরিনাকেও
একসঙ্গে দেখা যায়।
আনুশকা গণমাধ্যমে বলেন, ক্যাটরিনা তার সবচেয়ে
প্রিয় কো-স্টার কারণ ক্যাটরিনার মধ্যে কোন ভণিতা নেই। তাছাড়া ক্যাটরিনার সঙ্গে কাজ
করতে পেরে আনুশকাও দারুণ খুশি ছিলেন। আনুশকা আরও বলেন, তার চোখে ক্যাটরিনা সবচেয়ে
সুন্দর, আবেদনময়ী ও শান্ত অভিনেত্রী।

0 comments: