বড় পর্দায় এমনিতেই খুব একটা নিয়মিত নন বিন্দু। সাম্প্রতিক উল্লেখযোগ্য কাজের মধ্যে শাকিব খানের বিপরীতে ‘এইতো প্রেম’ চলচ্চিত্রটির মুক্তির অপেক্ষায় ছিলেন তিনি। সে অপেক্ষা শেষ হতে যাচ্ছে তার। দীর্ঘদিন ধরে অভিনয় থেকেও দূরে সরে আছেন জনপ্রিয় এ মডেল ও অভিনেত্রী। শোনা যাচ্ছে অভিনয়ে আর ফিরবেন না তিনি। তার ভক্তদের জন্য নিশ্চয়ই এটি দু:সংবাদ। কিন্তু সুখবর হচ্ছে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রুপালি পর্দায় আসছেন বিন্দু। মার্চের মাঝামাঝি সময়ে মুক্তি পাচ্ছে শাকিবের বিপরীতে অভিনীত 'এই তো প্রেম' চলচ্চিত্রটি। সম্প্রতি ছবিটি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে।
বিষয়টি নিয়ে দারুণ খুশি বিন্দু। তিনি বলেন, 'এই ছবিটির জন্য প্রায় পাঁচ বছর ধরে অপেক্ষা করছি। মাঝে ভেবেছিলাম, ছবিটি বুঝি আর আলোর মুখ দেখবে না। কিন্তু সেন্সর ছাড়পত্র পাওয়ায় এর মুক্তির বিষয়টি অনেকটা নিশ্চিত হয়েছে।'
শাহিন কবির প্রযোজিত এই ছবিটি পরিচালনা করেছেন সোহেল আরমান। এই ছবিতে বিন্দুর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক শাকিব খান। বর্তমানে ছবিটি মুক্তির যাবতীয় প্রস্তুতি চলছে। আগামী সপ্তাহ থেকেই বিলবোর্ড, পোস্টার ও ব্যানার তৈরি শুরু হবে। এছাড়া ছবির প্রচারণায় অন্যান্য পদক্ষেপ নিচ্ছেন পরিচালক সোহেল আরমান। তিনি বলেন, 'আশা করি, কিছুদিনের মধ্যেই দেশের অবস্থা স্বাভাবিক হবে। আপাতত মার্চের মাঝামাঝি সময়ে ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।'
২০০৯ সালে 'এই তো প্রেম' ছবিটির শুটিং শুরু হয়েছিল। মাঝে দীর্ঘদিন এর কাজ আটকে ছিল। কিছুদিন আগে এর ডাবিংসহ যাবতীয় কাজ সম্পন্ন হয়েছে। ছবিটি প্রসঙ্গে বিন্দু জানান, মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত এই ছবিতে দেশপ্রেমের পাশাপাশি রোমান্টিকতার বিষয়টিও তুলে ধরা হয়েছে। ছবিটির ব্যাপারে তিনি দারুণ আশাবাদী।
অন্যদিকে, যদি সত্যিই অভিনয় ছেড়ে দেন বিন্দু, তাহলে এটাই হবে তার অভিনীত সর্বশেষ ছবি। অবশ্য এর আগে বিন্দু 'দারুচিনি দ্বীপ' এবং 'জাগো'সহ কয়েকটি ছবিতে অভিনয় করে ব্যাপক সুনাম কুড়িয়েছেন। তাছাড়া ২০০৬ সালে লাক্সতারকা হওয়ার পর নাটক এবং বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েও দর্শকদের হৃদয় জয় করেছেন।তাছাড়া এই ছবিতে হাবিব ও ন্যান্সির গাওয়া, 'আমি তোমার মনের ভেতর, একবার ঘুরে আসতে চাই' গানটিও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সব মিলিয়ে আশা করি, ছবিটি প্রত্যাশিত দর্শকপ্রিয়তা অর্জন করতে সক্ষম হবে।’
তথ্যসূত্র: যায়যায়দিন

0 comments: