Wednesday, 25 February 2015

হাস্যোজ্জ্বল আবেদনময়ী আনুশকা বাস্তবে প্রচণ্ড মারমুখী !


প্রেমিক মারমুখো ব্যাটসম্যান বিরাট কোহলির মতো প্রেমিকা আনুশকা শর্মাও নাকি ভীষণ মারমুখী। তবে তা ব্যাট-বলে নয়, বাস্তব জীবনে। সম্প্রতি আনুশকা জানান, ছোটবেলায় এক বন্ধুকে বাঁচাতে গিয়ে এক বদমাশকে কয়েক ঘা দিয়েছিলেন তিনি। আসন্ন ‘এনএইচ১০’ সিনেমার প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন আনুশকা। সিনেমার প্রচারে এসে তিনি নিজেই তার মারমুখো স্বভাবের কথা জানান।
এ সময় আনুশকা বলেন, আমরা তখন স্কুলে পড়ি। সকলেই জানেন কীভাবে মেয়েদের রাস্তায় উত্যক্ত করা হয়। আমরা তখন স্কুল সেরে ফিরছিলাম। একটি লোক আমার এক বন্ধুকে উত্যক্ত করতে থাকে। তখন কাছে থাকা জলের বোতল দিয়েই আমি লোকটাকে মারতে থাকি।
‘পিকে’ খ্যাত এ অভিনেত্রী আরও বলেন, লোকটির ভাগ্য ভালো যে আমার কাছে তখন কোনো রড ছিল না। আনুশকার দাবি, লোকটা নাকি তার চেয়ে বয়সে অনেক বড় ছিলেন, তার চেহারাও ছিল ভয়ঙ্কর। কিন্তু তিনি মোটেও ভয় পাননি।
বন্ধুকে উত্যক্ত হতে দেখে খুব রাগ ওঠে তার। একারণে ওই সময় মারমুখো মেজাজের হয়ে ওঠেন বলে জানান আনুশকা ।নভদীপ সিং পরিচালিত ফ্যান্টম প্রডাকশন প্রযোজিত তার ‘এনএইচ ১০’ ছবিটি মুক্তি পাবে আগামী ৬ মার্চ ।
সূত্র: বলিউড লাইফ

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: