Saturday, 14 February 2015

বলিউডে নামছেন শেন ওয়ার্ন

স্পিনের ম্যাজিকতো অনেক হলো, শেন ওয়ার্ন এবার দেখাতে আসছেন অভিনয়ের জাদু। আর অভিনয়ের জন্য ওয়ার্ন বেছে নিয়েছেন বলিউডকে। সম্প্রতি বিদ্যা বালানের সঙ্গে একটি ছবিতেও তাকে দেখা গেগেছে। কিন্তু তখন বোঝাই যায়নি ওয়ার্ন কোন দিকে স্পিন করতে যাচ্ছেন। কিন্তু ব্যাটে বলে মিলে গেলে এ বছরেই রূপালী পর্দায় দেখা মিলবে তার।
পর্যটনের একটি অনুষ্ঠানে যোগ দিতে ভারতে এসে স্পিন কিং বলেন, ‘এখান থেকে আমার কাছে লোভনীয় একটি প্রস্তাব আছে। কেউ একজন আছে যে কি না আমার জন্য অনেক কিছু নিয়ে অপেক্ষা করছে।’ এবছরের ক্রিকেট মৌসুম গেলে বলিউড প্রযেক্ট নিয়ে মাথা ঘামাবেন বলে জানিয়েছেন ৪৫ বছর বয়সী অস্ট্রেলিয়ান স্পিনার।
অবশ্য অস্ট্রেলিয়ান ক্রিকেট তারকাদের বলিউড অভিষেক এই প্রথম নয়। ‘আনইন্ডিয়ান’ ছবিতে নায়ক চরিত্রে অভিনয় করে ইতোমধ্যে শিরোনাম হয়েছেন ব্রেট লি। অনুপম শর্মার পরিচালনায় এ ছবিতে ব্রেট লি’র বিপরীতে অভিনয় করেছেন ‘শ্যাডোজ অব টাইম’ খ্যাত তানিষ্ঠা চ্যাটার্জি।
অভিনয়ের ব্যাপারে ওয়ার্নকে সাহায্য করতে পারবেন ক্রিকেট সতীর্থ ব্রেট লি। তবে ছবির পরিচালক, প্রযোজক এবং নায়িকার ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন শেন ওয়ার্ন। দেখা যাক তবে অভিনয়ে কোন রূপ ধারণ করেন ওয়ার্ণ...



SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: